Ajker Patrika

হাওরে ইটবোঝাই নৌকা ডুবে শ্রমিক নিখোঁজ

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৯: ৫৬
হাওরে ইটবোঝাই নৌকা ডুবে শ্রমিক নিখোঁজ

নেত্রকোনার কলমাকান্দায় হাওরে ইটবোঝাই নৌকা ডুবে মো. আলী শেখ (৩০) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। 

আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের সোনাডুবি হাওরে নাগডরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারে অভিযান চালাচ্ছে। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। 

নিখোঁজ যুবক মো. আলী কলমাকান্দা সদর ইউনিয়নের নানিয়া গ্রামের মৃত বগলা মিস্তির ছেলে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলা সদরের একটি ইটভাটা থেকে ১ হাজার ২০০ ইট নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে বিশরপাশার নানিয়া গ্রামে নদীপথে যাওয়ার সময় সোনাডুবি হাওরে এ দুর্ঘটনা ঘটে। এতে নৌকায় থাকা দুজন হাওরে পানিতে তলিয়ে যান। এঁদের মধ্যে একজন সাঁতার কেটে হাওর পারে নাগডরা গ্রামে উঠলেও আলী নিখোঁজ রয়েছেন। 

কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. শাহাজাহান বলেন, ‘খবর পাওয়ার মাত্রই ময়মনসিংহ ডুবুরি দলের কাছে খবর পাঠানো হয়। বিকেল ৫টা ২৫ মিনিট ডুবুরি দল কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনে পৌঁছায়। পরে ইঞ্জিনচালিত নৌকায় ঘটনাস্থলে গিয়ে আমাদের ডুবুরি দলের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত