Ajker Patrika

ইসলামপুরে ৩ ছাত্রী নিখোঁজের ঘটনায় ৪ শিক্ষক জেলহাজতে

প্রতিনিধি, ইসলামপুর (জামালপুর)
ইসলামপুরে ৩ ছাত্রী নিখোঁজের ঘটনায় ৪ শিক্ষক জেলহাজতে

জামালপুরের ইসলামপুর উপজেলায় দারুত তাকওয়া মহিলা আবাসিক মাদ্রাসা থেকে তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় মানবপাচারের অভিযোগে মাদ্রাসার চার শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার ইসলামপুর থানায় ভুক্তভোগী পরিবারের পক্ষে মামলাটি দায়ের করেন নিখোঁজ শিক্ষার্থী মনিরার বাবা মনোয়ার হোসেন। আদালত ওই শিক্ষকদের জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলায় উল্লেখিত আসামিরা হলেন মাদ্রাসার মুহতামিম শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঝড়াকুড়া গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে মাওলানা মো. আসাদুজ্জামান (৩৩), সহকারী শিক্ষক পাইকুড়া গ্রামের রোকনুজ্জামান কাজলের মেয়ে মোছা রাবেয়া বেগম (২০), ইসলামপুরের সিরাজাবাদ গ্রামের মজিবর রহমান জোয়াদ্দারের ছেলে ইলিয়াস আহম্মেদ (৩০) এবং দক্ষিণ দরিয়াবাদ গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে মোছা সুকরিয়া (১৯)।

গতকাল মঙ্গলবার ভোর রাতে ছাত্রী নিখোঁজের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার ওই চার শিক্ষককে পুলিশ হেফাজতে নেয়। পুলিশি হেফাজতে থাকা শিক্ষকদের র‍্যাবের একটি দল থানায় জিজ্ঞাসাবাদ করে।

মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাহমুদুল হাসান মোড়ল বলেন, ‘মানবপাচারের মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে চার শিক্ষককে জামালপুর আদালতে হাজির করি। বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।’

থানা সূত্রে জানা যায়, রোববার ভোর রাতে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নে মেজর জেনারেল খালেদ মোশাররফ বীরউত্তম সেতুর পূর্বপাড়ে বাংলা বাজার সভুকুড়া এলাকায় দারুত তাকওয়া মহিলা মাদ্রাসা থেকে দ্বিতীয় শ্রেণির তিন শিক্ষার্থী নিখোঁজ হয়। নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে গত সোমবার বিকেলে মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আসাদুজ্জামান ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো, উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর সরদারপাড়া গ্রামের মাফেজ শেখের মেয়ে মীম আক্তার (৯), সভুকুড়া মোল্লাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে মনিরা (১১), এবং সভুকুড়া গ্রামের সুরুজ্জামানের মেয়ে সূর্যবানু (১০)। 

সরেজমিনে দেখা যায়, তাকওয়া মহিলা মাদ্রাসাটিতে পাঠদান বন্ধ রয়েছে। ব্রহ্মপুত্র নদেরপাড়ে ইসলামপুর-ঝগড়ারচর বাজার পাকা সড়কে একটি টিনশেড ঘরে মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছিল।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান জানান, ‘শিক্ষার্থীদের নিখোঁজের ঘটনায় মানবপাচারের মামলায় চার শিক্ষকের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’

পুলিশের ইসলামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া জানান, ‘নিখোঁজের ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করায় নিরাপত্তাজনিত কারণে মাদ্রাসাটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত