Ajker Patrika

হিজলায় চিংড়ি রেণুসহ আটক ২

 হিজলা প্রতিনিধি 
ড্রামভর্তি চিংড়ি রেণু। ছবি: সংগৃহীত
ড্রামভর্তি চিংড়ি রেণু। ছবি: সংগৃহীত

বরিশালের হিজলা উপজেলায় কয়েকটি ড্রামভর্তি বিপুল পরিমাণ চিংড়ি রেণুসহ দুজনকে আটক করা হয়েছে। কোস্ট গার্ড ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার দুর্গাপুর লঞ্চঘাট নামক এলাকায় মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. স্বপন (৩২) এবং আল আমিন (২২)। এ ছাড়া রেণু বহনকারী একটি ট্রলার জব্দ করা হয়েছে।

পরবর্তী সময়ে হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আলমের নির্দেশে চিংড়ির রেণু মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। এ ছাড়া আটক দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশিদ এক প্রেস লিস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। এতে উপকূলীয় এবং নদীতীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত