Ajker Patrika

ময়মনসিংহে পদায়নের ৭২ ঘণ্টার মধ্যে ওসিকে প্রত্যাহার

ময়মনসিংহ প্রতিনিধি
মিজানুর রহমান। ছবি: সংগৃহীত
মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

পদায়নের ৭২ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত (প্রত্যাহার) করা হয়েছে। আজ বৃহস্পতিবার জেলার পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘যথাযথ প্রক্রিয়ায় ভেরিফিকেশনের মাধ্যমেই এই ওসিকে কোতোয়ালি মডেল থানায় পদায়ন করা হয়েছিল। তখন তার নিজ এলাকা থেকে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট ‘‘পজিটিভ’’ এসেছিল। তবে পদায়নের পর মামলার বিষয়টি আমরা জানতে পারি, এরপর পুলিশ লাইনসে সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।’

জানা যায়, ১৮ মে মিজানুর রহমানকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়। কিন্তু এর পরই তাঁর বিরুদ্ধে ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময়ে সংঘটিত একটি মামলার অভিযোগ প্রকাশ্যে আসে।

নোয়াখালীর সেনবাগ থানায় তাঁর বিরুদ্ধে করা ওই মামলায় বিএনপি নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারভুক্ত প্রধান আসামি হওয়ায় বিষয়টি প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে প্রশাসনিক এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জানতে চাইলে ময়মনসিংহ পুলিশ রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ আতাউল কিবরিয়া বলেন, ‘মামলার বিষয়টি অবহিত হওয়ার পরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে ওই ওসিকে পুলিশ লাইনসে সংযুক্ত করেছি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত