ময়মনসিংহ প্রতিনিধি
পদায়নের ৭২ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত (প্রত্যাহার) করা হয়েছে। আজ বৃহস্পতিবার জেলার পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘যথাযথ প্রক্রিয়ায় ভেরিফিকেশনের মাধ্যমেই এই ওসিকে কোতোয়ালি মডেল থানায় পদায়ন করা হয়েছিল। তখন তার নিজ এলাকা থেকে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট ‘‘পজিটিভ’’ এসেছিল। তবে পদায়নের পর মামলার বিষয়টি আমরা জানতে পারি, এরপর পুলিশ লাইনসে সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।’
জানা যায়, ১৮ মে মিজানুর রহমানকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়। কিন্তু এর পরই তাঁর বিরুদ্ধে ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময়ে সংঘটিত একটি মামলার অভিযোগ প্রকাশ্যে আসে।
নোয়াখালীর সেনবাগ থানায় তাঁর বিরুদ্ধে করা ওই মামলায় বিএনপি নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারভুক্ত প্রধান আসামি হওয়ায় বিষয়টি প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে প্রশাসনিক এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জানতে চাইলে ময়মনসিংহ পুলিশ রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ আতাউল কিবরিয়া বলেন, ‘মামলার বিষয়টি অবহিত হওয়ার পরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে ওই ওসিকে পুলিশ লাইনসে সংযুক্ত করেছি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।’
পদায়নের ৭২ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত (প্রত্যাহার) করা হয়েছে। আজ বৃহস্পতিবার জেলার পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘যথাযথ প্রক্রিয়ায় ভেরিফিকেশনের মাধ্যমেই এই ওসিকে কোতোয়ালি মডেল থানায় পদায়ন করা হয়েছিল। তখন তার নিজ এলাকা থেকে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট ‘‘পজিটিভ’’ এসেছিল। তবে পদায়নের পর মামলার বিষয়টি আমরা জানতে পারি, এরপর পুলিশ লাইনসে সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।’
জানা যায়, ১৮ মে মিজানুর রহমানকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়। কিন্তু এর পরই তাঁর বিরুদ্ধে ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময়ে সংঘটিত একটি মামলার অভিযোগ প্রকাশ্যে আসে।
নোয়াখালীর সেনবাগ থানায় তাঁর বিরুদ্ধে করা ওই মামলায় বিএনপি নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারভুক্ত প্রধান আসামি হওয়ায় বিষয়টি প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে প্রশাসনিক এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জানতে চাইলে ময়মনসিংহ পুলিশ রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ আতাউল কিবরিয়া বলেন, ‘মামলার বিষয়টি অবহিত হওয়ার পরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে ওই ওসিকে পুলিশ লাইনসে সংযুক্ত করেছি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।’
উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পেয়েছে। নাব্যতা-সংকট দূর হওয়ায় দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে এই রুটে ফেরি চলাচল শুরু হয়।
১২ মিনিট আগেকোনো তদবির বা ঘুষ ছাড়াই মাত্র ১২০ টাকা খরচ করে শারীরিক ও মেধাগত যোগ্যতার ভিত্তিতে গাজীপুর জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ৪৭ জন বেকার নারী-পুরুষ। তাঁদের মধ্যে ৪১ জন পুরুষ ও ৬ জন নারী। অপেক্ষমাণ তালিকায় রয়েছেন আরও ৯ জন। উত্তীর্ণদের মধ্যে ইলেকট্রিক টেকনিশিয়ান ও চা দোকানিও রয়েছেন।
১৩ মিনিট আগেময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নূরনবী হক জিসান (২৬) নামে ডাকাতির প্রস্তুতি মামলার এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বেলা আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১৮ মিনিট আগেচুয়াডাঙ্গায় এক যৌতুক মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সেই সঙ্গে বাদীকে দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এই রায় ঘোষণা করেন।
২৭ মিনিট আগে