ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল হাসানের বিরুদ্ধে টাকার বিনিময়ে আদালতে মিথ্যা প্রতিবেদন দাখিলের অভিযোগের সত্যতা যাচাই করতে ভুক্তভোগীর সাক্ষ্য নিয়েছেন তদন্ত কর্মকর্তা। আজ রোববার (৩ আগস্ট) অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ও জামালপুর পুলিশের পরিদর্শক মো. গোলাম সারোয়ার তাঁর কার্যালয়ে অভিযোগকারীর সাক্ষ্য নেন।
অভিযোগকারী কাফিউল মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ গ্রামের আহসান উল্লাহর ছেলে। তিনি বর্তমানে ইসলামপুর পৌর শহরের দক্ষিণ দরিয়াবাদ এলাকায় বসবাস করছেন।
কাফিউল গত ৯ জুলাই আইনগত প্রতিকার চেয়ে জামালপুরের এসপি বরাবর লিখিত অভিযোগ করেন। কাফিউলের অভিযোগ, মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহিদুল মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁর প্রতিপক্ষ সানাউল্লাহর পক্ষে আদালতে মনগড়া প্রতিবেদন দাখিল করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে আসছেন অভিযুক্ত এসআই জাহিদুল হাসান। তাঁর দাবি, তিনি তদন্তে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালতে প্রতিবেদন দিয়েছেন।
গত ২৭ জুলাই অভিযোগ তদন্তকারী কর্মকর্তার কার্যালয়ে সাক্ষ্য দিতে নোটিশ দেওয়া হয় অভিযোগকারী কাফিউলকে।
সাক্ষ্য শেষে অভিযোগকারী কাফিউল বলেন, ‘আজ বেলা ১১টা থেকে শুরু করে বেলা ২টা পর্যন্ত অভিযোগ তদন্তকারী কর্মকর্তা তাঁর কার্যালয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন। আমি লিখিত সাক্ষ্য দিয়েছি। আশা রাখি, আইনগত প্রতিকার পাব।’
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক মো. গোলাম সারোয়ার বলেন, ‘এসআই জাহিদ হাসানের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা যাচাই করতে অভিযোগকারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সাক্ষ্য গ্রহণ করেছি। তদন্ত শেষে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।’
জামালপুরের মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল হাসানের বিরুদ্ধে টাকার বিনিময়ে আদালতে মিথ্যা প্রতিবেদন দাখিলের অভিযোগের সত্যতা যাচাই করতে ভুক্তভোগীর সাক্ষ্য নিয়েছেন তদন্ত কর্মকর্তা। আজ রোববার (৩ আগস্ট) অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ও জামালপুর পুলিশের পরিদর্শক মো. গোলাম সারোয়ার তাঁর কার্যালয়ে অভিযোগকারীর সাক্ষ্য নেন।
অভিযোগকারী কাফিউল মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ গ্রামের আহসান উল্লাহর ছেলে। তিনি বর্তমানে ইসলামপুর পৌর শহরের দক্ষিণ দরিয়াবাদ এলাকায় বসবাস করছেন।
কাফিউল গত ৯ জুলাই আইনগত প্রতিকার চেয়ে জামালপুরের এসপি বরাবর লিখিত অভিযোগ করেন। কাফিউলের অভিযোগ, মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহিদুল মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁর প্রতিপক্ষ সানাউল্লাহর পক্ষে আদালতে মনগড়া প্রতিবেদন দাখিল করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে আসছেন অভিযুক্ত এসআই জাহিদুল হাসান। তাঁর দাবি, তিনি তদন্তে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালতে প্রতিবেদন দিয়েছেন।
গত ২৭ জুলাই অভিযোগ তদন্তকারী কর্মকর্তার কার্যালয়ে সাক্ষ্য দিতে নোটিশ দেওয়া হয় অভিযোগকারী কাফিউলকে।
সাক্ষ্য শেষে অভিযোগকারী কাফিউল বলেন, ‘আজ বেলা ১১টা থেকে শুরু করে বেলা ২টা পর্যন্ত অভিযোগ তদন্তকারী কর্মকর্তা তাঁর কার্যালয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন। আমি লিখিত সাক্ষ্য দিয়েছি। আশা রাখি, আইনগত প্রতিকার পাব।’
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক মো. গোলাম সারোয়ার বলেন, ‘এসআই জাহিদ হাসানের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা যাচাই করতে অভিযোগকারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সাক্ষ্য গ্রহণ করেছি। তদন্ত শেষে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।’
জুলাই আন্দোলনের দিনগুলোতে গুলি করে মানুষকে দমানোর চেষ্টা করা হয়েছিল। তবে গুলি করে মানুষকে দমানো যায় না, ইতিহাসেই তার প্রমাণ রয়েছে। জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড কে, তা নিয়ে নানাজন নানা রকম দাবি করেন। প্রকৃতপক্ষে জুলাইয়ের আসল মাস্টারমাইন্ড তারাই, যারা সে সময় রাস্তায় ছিল।
১১ মিনিট আগেনানা কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদ্যাপন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘বিজয়যাত্রা’ মিছিল হয়।
১৮ মিনিট আগেখুলনায় শেখ শাহাদাত হোসেন নামের এক চরমপন্থী নেতাকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার রাতে নগরীর সোনাডাঙ্গা মডেল থানার আওতাধীন সংগীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে এ ঘটনা ঘটে। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
১৯ মিনিট আগেযশোরের বাঘারপাড়ায় স্বাস্থ্যকর্মী এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় পুলিশ গতকাল সোমবার (৪ আগস্ট) রাতে হৃদয় হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
৪৩ মিনিট আগে