Ajker Patrika

ঢল দেখতে গিয়ে নৌকা ডুবে রংপুর মেডিকেল ছাত্রসহ ২ জনের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
ঢল দেখতে গিয়ে নৌকা ডুবে রংপুর মেডিকেল ছাত্রসহ ২ জনের মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলের পানি দেখতে গিয়ে নৌকা ডুবে মেডিকেল শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। আজ শুক্রবার দুপুরে উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ কান্দুলি গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন—কান্দুলি গ্রামের সুরহাব মিয়ার ছেলে ও রংপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মোশাররফ হোসেন মিল্টন (২১) এবং একই এলাকার সাদা মিয়ার ছেলে ও ঝিনাইগাতী উপজেলার আদর্শ ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আমানউল্লাহ আমান (২৩)। তাঁরা সম্পর্কে বন্ধু। 

ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মোশাররফ হোসেন মিল্টন ঈদের ছুটিতে এসে কয়েকজন বন্ধুবান্ধব মিলে ফুটবল খেলা শেষে নৌকা দিয়ে বাড়ির পাশে নিচু জায়গায় জমে থাকা পাহাড়ি ঢলের পানি দেখতে যায়। এ সময় হঠাৎ নৌকা উল্টে গেলে পানিতে ডুবে মিল্টন ও আমানউল্লাহ মারা যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য আহতদের শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ‘নৌকাডুবির ঘটনায় কয়েকজন হতাহতের কথা শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত