জাককানইবি প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য ড. সৌমিত্র শেখর শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বিশ্ববিদ্যালয়টির মান রক্ষা করা, ভাবমূর্তি রক্ষা করার দায়িত্বটা আমাদের প্রত্যেকের। তাতে শিক্ষার্থীদের লাভ হবে। কেননা, ভাবমূর্তির ওপর অনেক কিছু নির্ভর করে। যে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বাইরে ভালো, সেখান থেকে পাস করা যেকোনো শিক্ষার্থীর আলাদা একটা কদর থাকে।’
ময়মনসিংহের ত্রিশালে বিশ্ববিদ্যালয়টির সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে উপাচার্য এসব কথা বলেন। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে কেক কেটে বর্ষপূর্তির অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপাচার্য।
উপাচার্য আরও বলেন, ‘৫০টির মতো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি প্রতিযোগিতা আছে। এই প্রতিযোগিতায় নজরুল বিশ্ববিদ্যালয়কে ভাবমূর্তির দিক থেকে, শিক্ষার দিক থেকে, শৃঙ্খলার দিক থেকে আমরা ওপরের দিকে নিয়ে যেতে চাই। যদি ওপরে নিতে পারা যায়, তাহলে যখন বাইরে আমাদের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় লিপ্ত হবে, তখন তারা একটা সম্মান ও মর্যাদা পাবে। আমরা সবাই মিলে বিশ্ববিদ্যালয়টিকে উঁচু জায়গায়, প্রথম সারির দিকে নিয়ে যেতে চাই।’
সমাবেশে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মো. রিয়াজুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদুর রহমান।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য ড. সৌমিত্র শেখর শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বিশ্ববিদ্যালয়টির মান রক্ষা করা, ভাবমূর্তি রক্ষা করার দায়িত্বটা আমাদের প্রত্যেকের। তাতে শিক্ষার্থীদের লাভ হবে। কেননা, ভাবমূর্তির ওপর অনেক কিছু নির্ভর করে। যে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বাইরে ভালো, সেখান থেকে পাস করা যেকোনো শিক্ষার্থীর আলাদা একটা কদর থাকে।’
ময়মনসিংহের ত্রিশালে বিশ্ববিদ্যালয়টির সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে উপাচার্য এসব কথা বলেন। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে কেক কেটে বর্ষপূর্তির অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপাচার্য।
উপাচার্য আরও বলেন, ‘৫০টির মতো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি প্রতিযোগিতা আছে। এই প্রতিযোগিতায় নজরুল বিশ্ববিদ্যালয়কে ভাবমূর্তির দিক থেকে, শিক্ষার দিক থেকে, শৃঙ্খলার দিক থেকে আমরা ওপরের দিকে নিয়ে যেতে চাই। যদি ওপরে নিতে পারা যায়, তাহলে যখন বাইরে আমাদের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় লিপ্ত হবে, তখন তারা একটা সম্মান ও মর্যাদা পাবে। আমরা সবাই মিলে বিশ্ববিদ্যালয়টিকে উঁচু জায়গায়, প্রথম সারির দিকে নিয়ে যেতে চাই।’
সমাবেশে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মো. রিয়াজুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদুর রহমান।
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
২১ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে