বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ছাত্রলীগের সভাপতিসহ দুই নেতার বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ে একটি হোটেলে হামলার ঘটনাটি ঘটে। এর আগেও সাংবাদিকের ওপর হামলা, নিরাপত্তাকর্মী মারধরসহ একাধিক অভিযোগ রয়েছে ছাত্রলীগ সভাপতি শাহীনুর রেজা সুমনের বিরুদ্ধে।
হামলার শিকার সাংবাদিকের নাম আশিকুর রহমান। তিনি বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি।
এর আগে, গত বছরের ২৮ মার্চ ছাত্রলীগের কর্মীরা সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুরের ঘটনার ভিডিও করায় একজন সাংবাদিককে মারধর করে শাহীনুরসহ আরও অনেকে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠিত হলেও এখন পর্যন্ত কোনো বিচার হয়নি। এ ছাড়া গত বছর মধ্যরাতে একজন নিরাপত্তা কর্মীকে মারধরের সঙ্গেও শাহীনুরের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে ও বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ দেখে জানা গেছে, আজ দুপুর ৩টার দিকে আশিকুর দুপুরের খাবার খেতে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ের সজীব হোটেলে যান। এ সময় শাহীনুর, পশুপালন অনুষদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ মেহেরাবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
একপর্যায়ে আশিকুরের অর্ডার দেওয়া খাবার শাহীনুরকে দিয়ে দেয় হোটেল বয়। তখন আশিকুর রহমান খাবারের বিষয়ে দোকানির সঙ্গে কথা বলতে গেলে শাহীনুর রেজা ও সৌরভ তাঁকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারতে থাকেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন আশিকুর রহমান।
শাহীনুর রেজা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের অনুসারী।
এ বিষয়ে শাহীনুর রেজা সাংবাদিকদের বলেন, ‘খাবার নিয়ে আশিকুরের সঙ্গের কথা-কাটাকাটি ও কিছুটা ধাক্কাধাক্কি হয়েছে। তবে সেখানে মারামারির কোনো ঘটনা ঘটেনি।’
আরেক অভিযুক্ত সৌরভ মেহেরাব বলেন, ‘খাবার নিয়ে শাহীন ভাইয়ের সঙ্গে আশিকুরের কথা–কাটাকাটি হয়। এ সময় শাহীন ভাইয়ের সঙ্গে বেয়াদবি শুরু করলে আমি তাঁর গায়ে হাত তুলি।’
এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে ও খুদে বার্তায় যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।
ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর হারুন-অর-রশিদ বলেন, ‘আমরা ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেব।’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ছাত্রলীগের সভাপতিসহ দুই নেতার বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ে একটি হোটেলে হামলার ঘটনাটি ঘটে। এর আগেও সাংবাদিকের ওপর হামলা, নিরাপত্তাকর্মী মারধরসহ একাধিক অভিযোগ রয়েছে ছাত্রলীগ সভাপতি শাহীনুর রেজা সুমনের বিরুদ্ধে।
হামলার শিকার সাংবাদিকের নাম আশিকুর রহমান। তিনি বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি।
এর আগে, গত বছরের ২৮ মার্চ ছাত্রলীগের কর্মীরা সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুরের ঘটনার ভিডিও করায় একজন সাংবাদিককে মারধর করে শাহীনুরসহ আরও অনেকে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠিত হলেও এখন পর্যন্ত কোনো বিচার হয়নি। এ ছাড়া গত বছর মধ্যরাতে একজন নিরাপত্তা কর্মীকে মারধরের সঙ্গেও শাহীনুরের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে ও বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ দেখে জানা গেছে, আজ দুপুর ৩টার দিকে আশিকুর দুপুরের খাবার খেতে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ের সজীব হোটেলে যান। এ সময় শাহীনুর, পশুপালন অনুষদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ মেহেরাবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
একপর্যায়ে আশিকুরের অর্ডার দেওয়া খাবার শাহীনুরকে দিয়ে দেয় হোটেল বয়। তখন আশিকুর রহমান খাবারের বিষয়ে দোকানির সঙ্গে কথা বলতে গেলে শাহীনুর রেজা ও সৌরভ তাঁকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারতে থাকেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন আশিকুর রহমান।
শাহীনুর রেজা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের অনুসারী।
এ বিষয়ে শাহীনুর রেজা সাংবাদিকদের বলেন, ‘খাবার নিয়ে আশিকুরের সঙ্গের কথা-কাটাকাটি ও কিছুটা ধাক্কাধাক্কি হয়েছে। তবে সেখানে মারামারির কোনো ঘটনা ঘটেনি।’
আরেক অভিযুক্ত সৌরভ মেহেরাব বলেন, ‘খাবার নিয়ে শাহীন ভাইয়ের সঙ্গে আশিকুরের কথা–কাটাকাটি হয়। এ সময় শাহীন ভাইয়ের সঙ্গে বেয়াদবি শুরু করলে আমি তাঁর গায়ে হাত তুলি।’
এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে ও খুদে বার্তায় যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।
ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর হারুন-অর-রশিদ বলেন, ‘আমরা ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেব।’
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
১ ঘণ্টা আগে‘নতুন একটি রাজনৈতিক দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা নাকি সংস্কার, অংশীদারত্বের রাজনীতি, গণ-অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। তোমরা নতুন ছাত্রদের দল, জামায়াতের সঙ্গে পাল্লা দিতে হলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না।’
১ ঘণ্টা আগেদুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারি করেন।
১ ঘণ্টা আগেসাবেক ছাত্রলীগের নেতা ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক সুভাষ সিংহ রায় এবং তাঁর স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য মমতা হেনা লাভলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞা জারির এ
১ ঘণ্টা আগে