Ajker Patrika

বাকৃবিতে সাংবাদিককে মারধর করলেন ছাত্রলীগ নেতারা  

বাকৃবি প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ২২: ২৮
বাকৃবিতে সাংবাদিককে মারধর করলেন ছাত্রলীগ নেতারা  

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ছাত্রলীগের সভাপতিসহ দুই নেতার বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ে একটি হোটেলে হামলার ঘটনাটি ঘটে। এর আগেও সাংবাদিকের ওপর হামলা, নিরাপত্তাকর্মী মারধরসহ একাধিক অভিযোগ রয়েছে ছাত্রলীগ সভাপতি শাহীনুর রেজা সুমনের বিরুদ্ধে। 

হামলার শিকার সাংবাদিকের নাম আশিকুর রহমান। তিনি বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি। 

এর আগে, গত বছরের ২৮ মার্চ ছাত্রলীগের কর্মীরা সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুরের ঘটনার ভিডিও করায় একজন সাংবাদিককে মারধর করে শাহীনুরসহ আরও অনেকে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠিত হলেও এখন পর্যন্ত কোনো বিচার হয়নি। এ ছাড়া গত বছর মধ্যরাতে একজন নিরাপত্তা কর্মীকে মারধরের সঙ্গেও শাহীনুরের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে ও বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ দেখে জানা গেছে, আজ দুপুর ৩টার দিকে আশিকুর দুপুরের খাবার খেতে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ের সজীব হোটেলে যান। এ সময় শাহীনুর, পশুপালন অনুষদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ মেহেরাবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

একপর্যায়ে আশিকুরের অর্ডার দেওয়া খাবার শাহীনুরকে দিয়ে দেয় হোটেল বয়। তখন আশিকুর রহমান খাবারের বিষয়ে দোকানির সঙ্গে কথা বলতে গেলে শাহীনুর রেজা ও সৌরভ তাঁকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারতে থাকেন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন আশিকুর রহমান। 

শাহীনুর রেজা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের অনুসারী। 

এ বিষয়ে শাহীনুর রেজা সাংবাদিকদের বলেন, ‘খাবার নিয়ে আশিকুরের সঙ্গের কথা-কাটাকাটি ও কিছুটা ধাক্কাধাক্কি হয়েছে। তবে সেখানে মারামারির কোনো ঘটনা ঘটেনি।’ 

আরেক অভিযুক্ত সৌরভ মেহেরাব বলেন, ‘খাবার নিয়ে শাহীন ভাইয়ের সঙ্গে আশিকুরের কথা–কাটাকাটি হয়। এ সময় শাহীন ভাইয়ের সঙ্গে বেয়াদবি শুরু করলে আমি তাঁর গায়ে হাত তুলি।’ 

এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে ও খুদে বার্তায় যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি। 

ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর হারুন-অর-রশিদ বলেন, ‘আমরা ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত