Ajker Patrika

নেত্রকোনায় অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি
মানববন্ধনে শিক্ষার্থীরা।  ছবি: আজকের পত্রিকা
মানববন্ধনে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার মোহনগঞ্জের শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার আদর্শনগর এলাকায় প্রতিষ্ঠিত ওই মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা অধ্যক্ষ আমিনুল ইসলামের বিরুদ্ধে কলেজের অর্থ আত্মসাৎ, শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণ, স্বেচ্ছাচারিতা, শিক্ষার্থী হয়রানিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তাঁকে পদত্যাগের দাবি জানান।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে অধ্যক্ষের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

এ বিষয়ে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলন করুক। কিন্তু তারা আমার অফিস কক্ষের তালায় আটা দিয়েছে। অফিসের সামনে থেকে আমার নেমপ্লেট তুলে নিয়ে গেছে। আর আমার বিরুদ্ধে যেসব অভিযোগ দেওয়া হয়েছে, তার সবই মিথ্যা। অভিযোগের তদন্ত হোক, দোষী প্রমাণিত হলে আমার শাস্তি হোক। আর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে অভিযোগকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে তিন বাহিনীর প্রধান

১৭ বছর খাইনি, এবার খাব—টেন্ডার জমা দেওয়া ঠিকাদারকে বললেন বিএনপি নেতা

দেশে এল স্টারলিংক: কতগুলো ডিভাইস যুক্ত করা যাবে, কীভাবে করবেন

যৌথ পরিবারে কোরবানি কার ওপর ওয়াজিব

মধ্যরাতে হাক্কানীর মালিকের বাসায় মবের হানা, আটক তিন সমন্বয়ককে ছাড়িয়ে নিলেন হান্নান মাসউদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত