Ajker Patrika

এবার ভোটে নির্বাচিত হলেন টিটু

নিজস্ব প্রতিবেদক ও ময়মনসিংহ প্রতিনিধি 
এবার ভোটে নির্বাচিত হলেন টিটু

দিনভর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নাটকীয়তার পর ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচিত হয়েছেন ইকরামুল হক টিটু। ময়মনসিংহকে সিটি করপোরেশন ঘোষণার পর ২০১৯ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন টিটু। 

শনিবার রাতে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। 

ইকরামুল হক টিটু পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কী টজু পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট। 

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচিত হয়েছেন ইকরামুল হক টিটু। ছবি: আজকের পত্রিকাএর বাইরে আওয়ামী লীগের সভাপতি এহতেসামুল আলম পেয়েছেন ১০ হাজার ৭৭৩, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. রেজাউল হক পেয়েছেন ১ হাজার ৪৮৭ এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মন্ডল ১ হাজার ৩২১ ভোট।

একই সঙ্গে নগরী নতুন করে পেয়েছে ৩২ জন কাউন্সিলর। আর সংরক্ষিত নারী আসনে ১১ জন।

নির্বাচন কমিশনের তথ্য মতে, নগরীতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন যাদের মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন পুরুষ এবং ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন নারী এবং ৯ জন হিজড়া। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৮৯ হাজার ৪৩৯ যা মোট ভোটের ৫৬ দশমিক ৩০ শতাংশ। ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত