Ajker Patrika

জালিয়াতি করে কলেজে ভর্তি হতে গিয়ে সাইবার আইনে গ্রেপ্তার শিক্ষার্থী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ২২: ৪০
জালিয়াতি করে কলেজে ভর্তি হতে গিয়ে সাইবার আইনে গ্রেপ্তার শিক্ষার্থী

নান্দাইলে জালিয়াতি করে কলেজে ভর্তি হতে গিয়ে সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়েছে এক শিক্ষার্থী। বর্তমানে সে গাজীপুরের টঙ্গীর কিশোর সংশোধনাগারে রয়েছে। ঘটনাটি ঘটেছে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজে। ওই ছাত্রের বাড়ি নান্দাইল পৌরসভা এলাকায়।

পরিবার ও কলেজ সূত্রে জানা গেছে, ওই ছাত্র স্থানীয় বাঁশহাটি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ৭২ পেয়ে পাস করে। ভর্তি হতে বেশ কয়েকটি কলেজ পছন্দ করে অনলাইনে আবেদন করে। পছন্দের ছিল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজ। কিন্তু ভর্তি তালিকায় তার নাম আসেনি। এরপর স্থানীয় এক ছাত্রলীগ নেতার মাধ্যমে টাকার বিনিময়ে কলেজে ভর্তির চেষ্টা করে। ওই নেতাকে ১০ হাজার টাকা দেয়।

ছাত্রলীগ নেতারা কথামতো গত ২৬ সেপ্টেম্বর কলেজে ভর্তি হতে যায় ওই ছাত্র। কলেজের কম্পিউটার সিস্টেমে তার নাম থাকলেও আগের মুদ্রিত তালিকায় নাম না পেলে সন্দেহ হয় কর্তৃপক্ষের। তখন কলেজের অধ্যক্ষ ওই ছাত্র, কলেজের খণ্ডকালীন কাজ করা কম্পিউটার অপারেটর সাজু ও ভর্তি-ইচ্ছুক আরেক শিক্ষার্থীকে আটক করে পুলিশে দেন। তিনজনকে থানায় নিয়ে যায় পুলিশ। তথ্য যাচাই-বাছাই শেষে দুজনকে ছেড়ে দিলেও ওই ছাত্রকে ছাড়া হয়নি।

পরদিন কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক মো. আতিকুর রহমান বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। এরপর ওই ছাত্রকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে তাকে গাজীপুরের টঙ্গীর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থীর বাবা বলেন, ‘খুব শখ ছিল ছেলেটাকে সেনাবাহিনীর চাকরিতে দিব। কিন্তু এহন কলেজে ভর্তি হতে এসে সাইবার নিরাপত্তা আইনে জেলে রয়েছে। বিনা দোষে ছেলেডা জেলে। যাদের ফাঁদে পড়েছে ছেলেটা তারা ধরাছোঁয়ার বাইরে। কঠিন একটি মামলায় আমার নিরীহ ছেলেটাকে ফাঁসানো হয়েছে।’

মামলার তদন্ত কর্মকর্তা ও নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. উবায়দুর রহমান বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। শিক্ষার্থী দোষী না প্রমাণিত হলে ছাড় পাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত