Ajker Patrika

মদনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রংমিস্ত্রির মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
মদনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রংমিস্ত্রির মৃত্যু

নেত্রকোনার মদনে হিমেল মিয়া (৩০) নামে এক রংমিস্ত্রি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক রংমিস্ত্রি গুরুতর আহত হয়েছেন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ শনিবার বিকেলে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহীদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বেলা ১টার দিকে উপজেলার চানগাঁও ইউনিয়নের রত্নপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হিমেল মদন ইউনিয়নের গঙ্গানগর গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে। আর গুরুতর আহত তৌহিদ মিয়া একই ইউনিয়নের পরশখিলা কুমারীকোনা গ্রামের মৃত আক্কেব আলির ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর গ্রামে সাইফুল মিয়ার বাড়ির দ্বিতীয় তলা নতুন ভবনে চারজন রংমিস্ত্রি রঙের কাজ করেন। বাড়ির ছাদের ১৫ ফিট ওপর দিয়ে গেছে পল্লী বিদ্যুতের বিদ্যুতের মেইন লাইন। কাজ করার সময় পল্লী বিদ্যুতের মেইন লাইনে লোহার মই লেগে বিদ্যুৎস্পৃষ্টে এ হতাহতের ঘটনা ঘটে। 

মদন পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ফিরোজ হোসেন বলেন, বাড়ির মালিক সাইফুল ইসলাম বিদ্যুৎ অফিসকে না জানিয়ে মেইন লাইনের নিচে বাড়ি করেছে। যা নিয়ম বহির্ভূত। সেই সঙ্গে বিদ্যুৎ অফিসকে না জানিয়ে বিদ্যুৎ চলমান থাকা লাইনের নিচে রং মিস্ত্রি দিয়ে কাজ করিয়েছেন।

ওসি মো. তাওহীদুর রহমান বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত