Ajker Patrika

শেরপুরে র‍্যাবের অভিযানে তক্ষকসহ ২ ব্যক্তি গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি
শেরপুরে র‍্যাবের অভিযানে তক্ষকসহ ২ ব্যক্তি গ্রেপ্তার

শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে একটি তক্ষকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪ সদস্যরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বকচর কন্টিপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার মৃত ইয়াজুল হকের ছেলে ফখরুল ইসলাম (৪৫) ও শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা চকপাড়া এলাকার ইছা হকের ছেলে আমিনুল ইসলাম। 

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে র‍্যাব-১৪, সিপিসি-১ শ্রীবরদী উপজেলার বকচর কন্টিপাড়া এলাকায় অভিযান চালায় র‍্যাব। ওইসময় একটি জীবিত তক্ষকসহ ফখরুল ও আমিনুলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের ভাষ্যমতে, উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। 

এ ব্যাপারে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বুধবার দুপুরে আজকের পত্রিকাকে জানান, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ জেলার বিভিন্ন স্থানে বন্য প্রাণী তক্ষক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। ওই ঘটনায় আসামিদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত