Ajker Patrika

শ্রীবরদীতে স্কুল ছাত্র জসিমের হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শ্রীবরদীতে স্কুল ছাত্র জসিমের হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

শেরপুরের শ্রীবরদীতে স্কুলছাত্র জসীম হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভায়াডাঙ্গা বাজারে প্রায় ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয়রা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন রানী শিমুল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ, আবু সামা কবির, রানীশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত ওয়াছেক বিল্লাহ বিল্লাল, সহসভাপতি এমএ মোনায়েম, সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত রনি প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, গত ৫ এপ্রিল সন্ধ্যায় মায়ের জন্য পান কিনতে বড় ভাইয়ের ভ্যানগাড়ি নিয়ে ভায়াডাঙ্গা বাজারে যায় জসিম মিয়া। এ সময় বিলভরট গ্রামের আমিনুল ইসলামের ছেলে মাসুদ ফুঁসলিয়ে তাকে হাঁসধরা গ্রামের একটি ধান খেতে নিয়ে যান। এরপর তাকে হত্যা করে ভ্যানটি ছিনিয়ে নেওয়া হয়। পরেরদিন সকালে জসিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঘাতক মাসুদকে আটক করে পুলিশ। এ ঘটনায় দোষিদের দ্রুত বিচারের দাবি জানান বক্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত