Ajker Patrika

শেরপুরে ফরিদা হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন

শেরপুর প্রতিনিধি
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ০৬
শেরপুরে ফরিদা হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন

শেরপুরে বৃদ্ধা ফরিদা বেগম হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শহরের গৌরীপুর মহল্লার যোগেন বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস, মোফাজ্জল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে ঠোঁটকাটা জাহাঙ্গীর ও মো. রফিক মিয়ার ছেলে মো. শামীম মিয়া। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন মো. আব্দুস ছালামের ছেলে মো. আলাল উদ্দিন।

জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট নরেশ চন্দ্র দে এ তথ্য নিশ্চিত করেছেন। আদালতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ২০১৯ সালের ২১ আগস্ট রাতে শেরপুর শহরের পশ্চিম গৌরীপুর এলাকায় মৃত আব্দুস সালামের স্ত্রী ফরিদা বেগমের বাসায় চুরি করতে ঢোকেন ওই এলাকার লিটন, জাহাঙ্গীর, শামীম ও আলাল উদ্দিন। এ সময় তাঁদের চিনে ফেলায় বৃদ্ধা ফরিদা বেগমকে গলা কেটে হত্যা করে আসামিরা।

এ ঘটনায় ফরিদার ছেলে সুমন মিয়া বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সন্দেহভাজন আসামি জাহাঙ্গীর ও লিটনকে গ্রেপ্তার করে। তাঁরা ২০২০ সালের ২৯ আগস্ট আদালতে ফরিদা বেগমকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দি অনুযায়ী শামীম ও আলালকে গ্রেপ্তার করা হয়।

২০২১ সালের ১৯ জানুয়ারি ওই চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন পিবিআইয়ের পরিদর্শক হারুন-অর-রশীদ। পরে বিচারিক প্রক্রিয়ায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ বুধবার জেলা ও দায়রা জজ এই রায় ঘোষণা করেন।

এদিকে এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ ও নিহত বৃদ্ধার পরিবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত