গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
নারী শিক্ষা কর্মকর্তার ছবি এডিটিংয়ের মাধ্যমে ‘অশ্লীলভাবে’ উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ময়মনসিংহের গৌরীপুরের এক সহকারী শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ওই শিক্ষকের ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার সাইবার ট্রাইব্যুনাল ময়মনসিংহ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. মসিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইসিটি আইনে অভিযুক্ত ওই শিক্ষককে এ সাজা দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুজন অভিযুক্তকে খালাস দিয়েছেন আদালত। সোমবার আসামির উপস্থিতিতে সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. বজলুর রহমান এই রায় ঘোষণা করেন।
আইনজীবী মসিউর রহমান বলেন, তৎকালীন গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীনের ছবি অশ্লীলভাবে কাটিং করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন আসামি লাজুক। ওই অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি লাজুককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।
সাজাপ্রাপ্ত স্কুলশিক্ষক হলেন—কয়েস আল কায়কোবাদ ওরফে লাজুক (৪০)। তিনি উপজেলার ৫০ নম্বর ধুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মামলার বাদী মনিকা পারভীন এ রায়ে সন্তোষ প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘একজন শিক্ষক সমাজ গঠনের কারিগর। তিনি অপরাধে জড়ালে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হয়। লাজুকের এ শাস্তি সবার জন্য একটি সতর্কবার্তা।’
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৯ জানুয়ারি তৎকালীন গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন লাজুকসহ ৩ জনকে আসামি করে আদালতে এই মামলাটি দায়ের করেন।
নারী শিক্ষা কর্মকর্তার ছবি এডিটিংয়ের মাধ্যমে ‘অশ্লীলভাবে’ উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ময়মনসিংহের গৌরীপুরের এক সহকারী শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ওই শিক্ষকের ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার সাইবার ট্রাইব্যুনাল ময়মনসিংহ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. মসিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইসিটি আইনে অভিযুক্ত ওই শিক্ষককে এ সাজা দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুজন অভিযুক্তকে খালাস দিয়েছেন আদালত। সোমবার আসামির উপস্থিতিতে সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. বজলুর রহমান এই রায় ঘোষণা করেন।
আইনজীবী মসিউর রহমান বলেন, তৎকালীন গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীনের ছবি অশ্লীলভাবে কাটিং করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন আসামি লাজুক। ওই অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি লাজুককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।
সাজাপ্রাপ্ত স্কুলশিক্ষক হলেন—কয়েস আল কায়কোবাদ ওরফে লাজুক (৪০)। তিনি উপজেলার ৫০ নম্বর ধুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মামলার বাদী মনিকা পারভীন এ রায়ে সন্তোষ প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘একজন শিক্ষক সমাজ গঠনের কারিগর। তিনি অপরাধে জড়ালে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হয়। লাজুকের এ শাস্তি সবার জন্য একটি সতর্কবার্তা।’
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৯ জানুয়ারি তৎকালীন গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন লাজুকসহ ৩ জনকে আসামি করে আদালতে এই মামলাটি দায়ের করেন।
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
৫ ঘণ্টা আগেপিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
৬ ঘণ্টা আগেবাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
৬ ঘণ্টা আগে