Ajker Patrika

৪ দিন সাগরে ভাসতে থাকা ২ ট্রলারসহ ২৩ জেলে উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
৪ দিন সাগরে ভাসতে থাকা ২ ট্রলারসহ ২৩ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ২টি ট্রলারসহ ২৩ জেলেকে উদ্ধার করেছে সাতক্ষীরা বন বিভাগ। আজ রোববার দুপুর ১২টার দিকে উদ্ধার করা জেলেদের সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়। 

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে এম. ভি মা ও এম. ভি লিমা নামক দুইটি ফিশিং ট্রলারে ভাসতে থাকা ২৩ জন জেলেকে মান্দারবাড়িয়া এলাকা থেকে উদ্ধার করেছে বন বিভাগ। রোববার দুপুর ১২টার দিকে উদ্ধার করা এসব জেলেদের সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়। 

উদ্ধার জেলেরা হলেন—জামাল (৬৩), শাহিন (৩৮), মোহাম্মদ শুকুর মিয়া (৪১), মো. শাহীন (৫১), মো. স্বপন ইসলাম (৪১), কালাম (৫৩), ফজল (৩০), বড়ইতলা গ্রামের বাবলু খানের পুত্র রুবেল খান (৩০), চরলাঠিমারা গ্রামের বাবলু খান এর ছেলে রুবেল খান (৩০), তরিকুল (১৫), সোলায়মান (২৯), আরিফ (১৬), নুহু (২৯), কামাল হাওলাদার (৪৪), আশিফুল (২৮), জামাল (১৬), ইমরান (২১), তরিকুল (১৮), জাফর হোসেন (৩৫), লাল মিয়া (৫৫), ইব্রাহিম (৩০), আরিফ (৩২) ও ইউনুস (২৮)। তাঁরা বরগুনা জেলার পাথরঘাটা থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা। 

উদ্ধার হওয়া জেলেরা জানান, মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে অবস্থান করছিলেন তাঁরা। গত ১৩ সেপ্টেম্বর থেকে তাঁদের ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। সাগরেই ভাসতে থাকেন। একপর্যায়ে জীবনে বেঁচে ফিরবেন এমন আশাও ছেড়ে দিয়েছিলেন। পরে শুক্রবার মান্দারবাড়িয়া ফাঁড়ির বন বিভাগের একটি টহল টিমের নজরে পড়লে তারা উদ্ধার করে নিয়ে আসে। 

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের সহকারী বনসংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, ২৩ জন জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁরা সাগরে ভাসতে ভাসতে শুক্রবার সাতক্ষীরা রেঞ্জের বাহির মান্দারবাড়িয়া এলাকায় পৌঁছায়। সেদিনই বন ফাঁড়ির একটি টহল দল তাদের উদ্ধার করে। এরপর থেকে তারা বন বিভাগের হেফাজতে ছিল। আজ দুপুরে তাদের নিরাপদে মুক্ত করে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত