খুলনা প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, হামলাকারীদের শাস্তি ও উপাচার্যের (ভিসি) পদত্যাগসহ ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা লাল কার্ড দেখিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কুয়েট ক্যাম্পাসের দুর্বার বাংলার পাদদেশে জড়ো হয়ে সমাবেশ ও বিক্ষোভকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাঁরা এই লাল কার্ড দেখান।
জানা গেছে, শিক্ষার্থীদের এ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব দিচ্ছে।
কুয়েটে কর্মসূচিতে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ মোহাম্মদ সিয়াম বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা, উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা হচ্ছে আমাদের মূল দাবি। এখন যাঁরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ফিরিয়ে আনার জন্য কাজ করেছিলেন, তাঁদের বহিষ্কার করতে হবে। ভিসি স্যারকে পদত্যাগ করতে হবে। তিনি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আজ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লাল কার্ড দেখিয়ে বয়কট ও বর্জন করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
জানা গেছে, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জের ধরে গত মঙ্গলবার কুয়েটে ছাত্রদলের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে অনেকে শিক্ষার্থী আহত হন। তাঁদের অধিকাংশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আহতদের কুয়েটের চিকিৎসাকেন্দ্রসহ আশপাশের বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় আটক করা হয়েছে পাঁচজনকে।
মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, সহ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগসহ ৬ দফা দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা গতকাল বুধবার বেলা ১টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। এরপর দেড়টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কুয়েটের চিকিৎসাকেন্দ্রের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এ সময়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন। মঙ্গলবার রাত থেকে ভিসি অধ্যাপক ড. মাছুদ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে অবস্থান করছিলেন। অসুস্থ থাকার কারণে তিনি সেখানে অবস্থান করার কথা জানালেও সারা রাত তাঁকে অবরুদ্ধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা। তবে বুধবার বেলা সাড়ে ৩টার পর শিক্ষার্থীরা সেখান থেকে সরে গেলে প্রায় ২৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হন কুয়েট ভিসি।
খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি–নর্থ) মো. নাজমুল হাসান রাজীব আজকের পত্রিকাকে বলেন, ‘কুয়েট ক্যাম্পাসের গেটে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, হামলাকারীদের শাস্তি ও উপাচার্যের (ভিসি) পদত্যাগসহ ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা লাল কার্ড দেখিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কুয়েট ক্যাম্পাসের দুর্বার বাংলার পাদদেশে জড়ো হয়ে সমাবেশ ও বিক্ষোভকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাঁরা এই লাল কার্ড দেখান।
জানা গেছে, শিক্ষার্থীদের এ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব দিচ্ছে।
কুয়েটে কর্মসূচিতে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ মোহাম্মদ সিয়াম বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা, উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা হচ্ছে আমাদের মূল দাবি। এখন যাঁরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ফিরিয়ে আনার জন্য কাজ করেছিলেন, তাঁদের বহিষ্কার করতে হবে। ভিসি স্যারকে পদত্যাগ করতে হবে। তিনি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আজ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লাল কার্ড দেখিয়ে বয়কট ও বর্জন করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
জানা গেছে, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জের ধরে গত মঙ্গলবার কুয়েটে ছাত্রদলের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে অনেকে শিক্ষার্থী আহত হন। তাঁদের অধিকাংশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আহতদের কুয়েটের চিকিৎসাকেন্দ্রসহ আশপাশের বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় আটক করা হয়েছে পাঁচজনকে।
মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, সহ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগসহ ৬ দফা দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা গতকাল বুধবার বেলা ১টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। এরপর দেড়টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কুয়েটের চিকিৎসাকেন্দ্রের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এ সময়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন। মঙ্গলবার রাত থেকে ভিসি অধ্যাপক ড. মাছুদ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে অবস্থান করছিলেন। অসুস্থ থাকার কারণে তিনি সেখানে অবস্থান করার কথা জানালেও সারা রাত তাঁকে অবরুদ্ধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা। তবে বুধবার বেলা সাড়ে ৩টার পর শিক্ষার্থীরা সেখান থেকে সরে গেলে প্রায় ২৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হন কুয়েট ভিসি।
খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি–নর্থ) মো. নাজমুল হাসান রাজীব আজকের পত্রিকাকে বলেন, ‘কুয়েট ক্যাম্পাসের গেটে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’
হায়দার আলী ভবনের সামনে হাজারো মানুষ, তিন পাশে শিক্ষার্থীদের মানবদেয়াল। দূর থেকে হাজার চোখ উঁকি দিচ্ছে ভবনের দিকে। প্রশিক্ষণ বিমানের আঘাতে এফোঁড়-ওফোঁড় হওয়া ভবনের বিশাল জায়গাজুড়ে দেয়ালে ক্ষত। মেঝের নিচে বিশাল গর্ত। সেই গর্তে জমে রয়েছে পানি। ভবনটির সামনে ছড়ানো-ছিটানো শিক্ষার্থীদের পোড়া বই, লেখা...
৩৭ মিনিট আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি একাডেমিক ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় প্রশিক্ষণে নিরাপত্তাঝুঁকি এড়াতে ঢাকার বাইরের এয়ারফিল্ডগুলো ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, ঢাকার বাইরে পড়ে থাকা ছয়টি এয়ারফিল্ড সামরিক প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হলে...
৪৩ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তে আহত ও নিহতদের একটি বিস্তারিত তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ও মৃতদের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় মোট ৬৭ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ২৯ জন মৃত্যুবরণ করেছেন।
১ ঘণ্টা আগে২০২০ সালে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদীটি খনন করে নাব্যতা ফিরিয়ে আনা হয়। কিন্তু এখন আবার সেই নদীতেই চলছে বেপরোয়া বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, টোক ইউনিয়ন বিএনপির সদস্য আবু বকর সিদ্দিক কিরণ, মনোহরদী আওয়ামী লীগ নেতা কাজল মৃধা এবং যুবদল নেতা জহিরুল ইসলাম মিলে অন্তত ৩০–৩৫ জন প্রভাবশালীকে...
১ ঘণ্টা আগে