Ajker Patrika

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ২৩: ৩৩
শনিবার খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ’ শীর্ষক আলোচনা সভা। ছবি: সিজিএসের ফেসবুক পেজ
শনিবার খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ’ শীর্ষক আলোচনা সভা। ছবি: সিজিএসের ফেসবুক পেজ

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি­­-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ’ শীর্ষক এই আলোচনা সভায় অংশ নেন সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধি।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ আব্দুল আজিজ। সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান এই সংলাপটি সঞ্চালনা করেন।

প্রফেসর মাছুদ বলেন, ‘বিচার ও নির্বাচন ব্যবস্থার সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন টেকসই হবে না। এই দুটি খাতে দ্রুত পরিবর্তন আনা অত্যন্ত জরুরি।’

শেখ আব্দুল আজিজ অভিযোগ করে বলেন, ‘স্বৈরাচারী সরকারগুলো নিজেদের সুবিধার্থে আইন প্রণয়ন করে এবং সেই আইনের অপপ্রয়োগের মাধ্যমে নিজেদের রক্ষা করে। আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে।’

জিল্লুর রহমান মত প্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা ছাড়া গণতান্ত্রিক পুনর্গঠন সম্ভব নয়।’

বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল নির্বাচনী পরিবেশ দ্রুত তৈরির দাবি জানিয়ে, দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পৃথক করার প্রস্তাবের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তোলেন। নারী উদ্যোক্তা, দলিত জনগোষ্ঠী ও ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা নারীর ক্ষমতায়ন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং আনুপাতিক নির্বাচন পদ্ধতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। জামায়াতে ইসলামের প্রতিনিধি সংবিধান সংস্কারের গুরুত্ব তুলে ধরেন।

সিজিএস-এর লক্ষ্য দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণ। সংলাপে অংশগ্রহণকারীরা একমত হন যে, প্রয়োজনীয় সংস্কার দীর্ঘমেয়াদে কার্যকর করতে রাজনৈতিক সরকারের দৃঢ় উদ্যোগ প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত