Ajker Patrika

যশোরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে চালকসহ নিহত ২

যশোর প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৩: ০২
যশোরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে চালকসহ নিহত ২

যশোর সদরের চূড়ামনকাটি রেলক্রসিংয়ে একটি ট্রাককে ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক পারভেজ ও হেলপার নাজমুল নিহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।

পারভেজের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারি গ্রামে এবং নাজমুলের বাড়ি মহেশপুরের আজমপুর গ্রামে। দুর্ঘটনাকালে রেলক্রসিংয়ের ব্যারিয়ার (প্রতিরোধক দণ্ড) তোলা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আজ রোববার ভোরে মহেশপুর থেকে মালবাহী একটি ট্রাক যশোরে আসছিল। রকেট মেইল ট্রেনটি চিলাহাটি থেকে যশোর হয়ে খুলনা যাচ্ছিল। এ সময় চূড়ামনকাটি রেল ক্রসিংয়ের ব্যারিয়ার (প্রতিরোধক দণ্ড) তোলা ছিল। ট্রাকটি ক্রসিংয়ে ওঠামাত্র ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন।

যশোরের কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশের জিম্মায় রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত