দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম নাহারুল মৃধা (৫৮)।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের চকরাজাপুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সীমান্ত পিলার ৮৪/২-এস থেকে প্রায় ২ কিলোমিটার ভেতরে, উদয়নগর বিওপির আওতায় এ অভিযান পরিচালিত হয়।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবি কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার নাহারুল মৃধা উপজেলার ফিলিপনগর গ্রামের মৃত জানবান মৃধার ছেলে। অভিযানে তার কাছ থেকে দেশে তৈরি একটি পাইপগান, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক দাম ১ লাখ ৩১ হাজার টাকা।
প্রথমে নাহারুল মিথ্যা নাম-পরিচয় দিলেও পরে বায়োমেট্রিক যাচাই ও নথিপত্র বিশ্লেষণের মাধ্যমে তার প্রকৃত পরিচয় নিশ্চিত করা হয়। জানা যায়, তিনি ২০২২ সালের একটি ডাকাতি ও হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। মামলাটিতে অন্য আসামিরা ৩০ বছরের সাজা পেলেও তিনি পালিয়ে ভারতে আশ্রয় নেন। প্রায় চার মাস আগে তিনি গোপনে দেশে ফিরে এসে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে শুরু করেন। তার বিরুদ্ধে আরও একটি মামলা বিচারাধীন রয়েছে।
একই ঘটনায় জড়িত আরও তিনজন আসামি পলাতক রয়েছেন। তাঁরা হলেন—রাখি মণ্ডল (৪০), বিপ্লব (২৯) ও ‘কট’ জাহাঙ্গীর মিয়া (২৬)। তিনজনই দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং চিহ্নিত অপরাধী হিসেবে এলাকায় পরিচিত।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পলাতক রাখি মণ্ডল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ। বিপ্লব ও ‘কট’ জাহাঙ্গীর ‘লালচাঁদ সন্ত্রাসী গ্রুপ’-এর সক্রিয় সদস্য। তারা ফিলিপনগর ইউপি চেয়ারম্যান নইমউদ্দিন সেন্টু হত্যা মামলার সঙ্গেও জড়িত।
বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান জানান, গ্রেপ্তার আসামিকে উদ্ধার হওয়া অস্ত্র, মোটরসাইকেল, মোবাইল ফোনসহ দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম নাহারুল মৃধা (৫৮)।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের চকরাজাপুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সীমান্ত পিলার ৮৪/২-এস থেকে প্রায় ২ কিলোমিটার ভেতরে, উদয়নগর বিওপির আওতায় এ অভিযান পরিচালিত হয়।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবি কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার নাহারুল মৃধা উপজেলার ফিলিপনগর গ্রামের মৃত জানবান মৃধার ছেলে। অভিযানে তার কাছ থেকে দেশে তৈরি একটি পাইপগান, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক দাম ১ লাখ ৩১ হাজার টাকা।
প্রথমে নাহারুল মিথ্যা নাম-পরিচয় দিলেও পরে বায়োমেট্রিক যাচাই ও নথিপত্র বিশ্লেষণের মাধ্যমে তার প্রকৃত পরিচয় নিশ্চিত করা হয়। জানা যায়, তিনি ২০২২ সালের একটি ডাকাতি ও হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। মামলাটিতে অন্য আসামিরা ৩০ বছরের সাজা পেলেও তিনি পালিয়ে ভারতে আশ্রয় নেন। প্রায় চার মাস আগে তিনি গোপনে দেশে ফিরে এসে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে শুরু করেন। তার বিরুদ্ধে আরও একটি মামলা বিচারাধীন রয়েছে।
একই ঘটনায় জড়িত আরও তিনজন আসামি পলাতক রয়েছেন। তাঁরা হলেন—রাখি মণ্ডল (৪০), বিপ্লব (২৯) ও ‘কট’ জাহাঙ্গীর মিয়া (২৬)। তিনজনই দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং চিহ্নিত অপরাধী হিসেবে এলাকায় পরিচিত।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পলাতক রাখি মণ্ডল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ। বিপ্লব ও ‘কট’ জাহাঙ্গীর ‘লালচাঁদ সন্ত্রাসী গ্রুপ’-এর সক্রিয় সদস্য। তারা ফিলিপনগর ইউপি চেয়ারম্যান নইমউদ্দিন সেন্টু হত্যা মামলার সঙ্গেও জড়িত।
বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান জানান, গ্রেপ্তার আসামিকে উদ্ধার হওয়া অস্ত্র, মোটরসাইকেল, মোবাইল ফোনসহ দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন ব্লকেডের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও আদালতের রায়ে মেয়র ঘোষিত ইশরাক হোসেনের সমর্থকেরা। আজ রোববার ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলাকালে এই ঘোষণা দেন তাঁরা।
৫ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগেইয়াসিন হোসেন সোহান তাদের ৪ ভাই-বোনের মধ্য বড়। তার বাবা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত কয়েক মাস আগে তার মায়ের শরীরে ক্যান্সার শনাক্ত হয়। চিকিৎসার খরচ মেটাতে আর্থিক অনটনে ভুগতে থাকে তারা। শনিবার বিকেলে সে নিজের কক্ষের দরজা আঁটকে ঘুমিয়ে পড়েন।
১ ঘণ্টা আগেছয় বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম সজীব বেপারী। তিনি বরিশালের কাজিরহাট থানার কাদিরাবাদের বাসিন্দা।
১ ঘণ্টা আগে