Ajker Patrika

নড়াইল-২: মাশরাফির আসনে বাকি সবার জামানত বাজেয়াপ্ত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৬: ৩০
নড়াইল-২: মাশরাফির আসনে বাকি সবার জামানত বাজেয়াপ্ত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (লোহাগড়া-সদর আংশিক) আসনে প্রতিদ্বন্দ্বী ৮ প্রার্থীর মধ্যে ৭ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া এক স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। 
 
গত রোববার ভোট গ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর কার্যালয় থেকে ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। 

নড়াইল-২ আসনে মোট প্রার্থী ছিলেন ৮ জন। এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বাকি ৭ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। এদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ৫ জন এবং ২ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। 

জামানত ফিরে পেতে হলে কোনো নির্বাচনী এলাকায় যে ভোট পড়ে অন্তত তার ৮ ভাগের ১ ভাগ অর্থাৎ সাড়ে ১২ শতাংশ ভোট প্রার্থীকে পেতে হয়। এর কম ভোট পেলে তিনি জামানত হারাবেন। 

এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৫ হাজার ৭২৯। ১৪৭ কেন্দ্রে সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ৩ হাজার ২১১টি। এর মধ্যে বাতিল হয়েছে ৩ হাজার ৪২৫ ভোট। বৈধ ভোট পড়েছে ১ লাখ ৯৯ হাজার ৭৮৬টি। এ আসনে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ অর্থাৎ সাড়ে ১২ শতাংশ হচ্ছে ২৫ হাজার ৪০১। কিন্তু ওই সাত প্রার্থীর কেউই এই সংখ্যক ভোট পাননি। 

জামানত বাজেয়াপ্ত প্রার্থীদের মধ্যে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের প্রার্থী শেখ হাফিজুর রহমান ৪ হাজার ৪১ ভোট, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী খন্দকার ফয়েকুজ্জামান ১ হাজার ৯০৯, গণফ্রন্টের মাছ প্রতীকের প্রার্থী লতিফুর রহমান ৫৮২, ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীকের প্রার্থী মো. মাহবুবুর রহমান ১ হাজার ৮৫৩, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকের প্রার্থী মো. মনিরুল ইসলাম ৫৮০, ঈগল প্রতীকের প্রার্থী নুর ইসলাম (স্বতন্ত্র) ১ হাজার ৩৬৩ ভোট এবং ট্রাক প্রতীকের প্রার্থী সৈয়দ ফয়জুল আমির (স্বতন্ত্র) ৩৫৬ ভোট পেয়েছেন। এদের মধ্যে সৈয়দ ফয়জুল আমির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত