Ajker Patrika

মোরেলগঞ্জে এক জেলের মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ২০: ১৭
মোরেলগঞ্জে এক জেলের মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে খাল থেকে হালিম সরদার (৪৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে খাদ্যগুদামসংলগ্ন খালের চরে তাঁর মরদেহ পাওয়া যায়। 

জেলে হালিম সরদার বারইখালী গ্রামের ইউসুব আলী সরদারের ছেলে। 

জানা গেছে, আজ সকাল ৬টার দিকে সানকিভাঙ্গা গ্রামের শ্বশুর মোহাম্মদ শেখের বাড়ি থেকে হালিম সরদার নদীর চরে চরগড়া দিয়ে মাছ ধরতে যান। ৯টার দিকে চরগড়া পাতানোর স্থান থেকে প্রায় দুই কিলোটির দূরে একটি খালের মধ্যে তাঁর মরদেহ পাওয়া যায়। দ্রুত উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, আগেই তাঁর মৃত্যু হয়েছে। 

এ বিষয়ে হালিম সরদারের ছোট ভাই মিলন সরদার বলেন, ‘আমার ভাই গড়াজাল নিয়ে নদীতে গিয়েছিল। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা আমরা এখনো জানি না।’ 

থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, হালিম সরদারের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত