Ajker Patrika

ইবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা আটক

ইবি প্রতিনিধি 
আপডেট : ০২ মার্চ ২০২৫, ১৬: ৪১
আটক দুই ছাত্রলীগ নেতা। ছবি: আজকের পত্রিকা
আটক দুই ছাত্রলীগ নেতা। ছবি: আজকের পত্রিকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা আটক হয়েছেন। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের পরীক্ষার হল থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শাখা ছাত্রলীগের উপ-আপ্যায়নবিষয়ক সম্পাদক মাঝহারুল ইসলাম নাঈম ও সাদ্দাম হোসেন হল ছাত্রলীগ নেতা মারুফ আহমেদ। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁদের মারধর করেন।

জানা গেছে, সমাজকল্যাণ বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হলে অন্য শিক্ষার্থীদের সঙ্গে অভিযুক্ত দুই নেতা পরীক্ষা দিতে আসেন। বিষয়টি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা অনুষদ ভবনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের নেতারা উপস্থিত হয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের কাছ থেকে তাঁদের উদ্ধার করে থানায় সোপর্দ করে।

এ সময় সাধারণ শিক্ষার্থীরা বলেন, আন্দোলন চলাকালে আটক এ দুই নেতা বিভিন্নভাবে শিক্ষার্থীদের হুমকি দিয়েছেন। এর আগে তাঁরা শিক্ষার্থীদের মারধর ও ক্যাম্পাসে মারামারিতে জড়িয়েছেন। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের পরে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন। তাঁরা আজ পরীক্ষা দিতে এসে ইচ্ছাকৃতভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন। এ রকম সন্ত্রাসীরা কীভাবে পরীক্ষা দিতে আসার সাহস পায়, তা জানতে চাই।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, প্রক্টরিয়াল বডির সহায়তায় তাঁদের থানায় সোপর্দ করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে তাঁদের বিরুদ্ধে ২০১৩ সালের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। এ ছাড়া কোনো সুনির্দিষ্ট অভিযোগ জমা আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত