Ajker Patrika

শরণখোলায় গাছচাপায় প্রবাসীর মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১৭: ১৭
শরণখোলায় গাছচাপায় প্রবাসীর মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় গাছ চাপা পড়ে কাতার প্রবাসী জাফর হাওলাদারের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর কদমতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে জাফর হাওলাদার কাতার থেকে তিন মাস আগে বাড়িতে আসেন। আজ দুপুরে জাফর হাওলাদার শ্রমিক হিসেবে পাশের বাড়ির একটি চাম্বল গাছ কাটতে যান। গাছ কাটার শেষ পর্যায়ে দড়ি দিয়ে টান দিলে মুহূর্তেই তিনি গাছটির নিচে চাপা পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইশরাত জাহান জানান, মাথায় গুরুতর আঘাতে মগজ বের হয়ে যাওয়ায় হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, দুর্ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত