Ajker Patrika

যশোরে রাজাকারের ছেলেকে মনোনয়ন দেওয়ার অভিযোগ, নেতা-কর্মীদের ক্ষোভ

যশোর প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৬: ১৯
যশোরে রাজাকারের ছেলেকে মনোনয়ন দেওয়ার অভিযোগ, নেতা-কর্মীদের ক্ষোভ


যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নে রাজাকারের ছেলেকে মনোনয়ন দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত এসব অভিযোগ করা হয়। 

এটি সাধারণ নেতা-কর্মী ও সমর্থকদের ওপর বোঝা চাপিয়ে দেওয়ার মতো বলে সম্মেলনে উল্লেখ করা হয়। স্থানীয় এমপি রণজিৎ কুমার রায় নিজের আধিপত্য বিস্তারের জন্য কাজটি করেছেন বলে সম্মেলনে জানানো হয়। 

স্থানীয় আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধাদের ব্যানারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাসান নাসির, রায়পুর ইউনিটের সাবেক কমান্ডার ইরাদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, ইয়াকুব আলী, উতার হোসেন, আওয়ামী লীগের নেতা ফয়সাল আহমেদ মিল্টন, বায়েজিদ হোসেন প্রমুখ। 

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, বিল্লাল হোসেনের বাবা মোহাম্মদ আলী তৎকালীন ইউনিয়ন পিচ কমিটির চেয়ারম্যান ছিলেন। এসব জানার পরও বাঘারপাড়া-৪ আসনের সাংসদ রণজিৎ কুমার রায় তাঁকে মনোনয়ন পাইয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সাংসদ রণজিৎ নিজের অবস্থান টিকিয়ে রাখতে বিল্লাল হোসেনের মতো রাজাকার ও যুদ্ধাপরাধী পরিবারের অনেককেই আওয়ামী লীগের রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছেন। স্থানীয় আওয়ামী লীগ এর প্রতিবাদ করলেও তা কানে তোলেননি সাংসদ। বরং তিনি সবার মতামত উপেক্ষা করে কেন্দ্রকে ভুল বুঝিয়ে অভ্যন্তরীণ কোন্দল উসকে দিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত