শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের গ্রেপ্তারের আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে উপজেলার হাকিমপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম। পুলিশবাদী মামলার ভয়ে রাত-দিন আতঙ্কে কাটছে ইউনিয়নটির ৮-১০টি গ্রামের সাধারণ মানুষের জীবন।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার ৭ নম্বর হাকিমপুর ইউনিয়নের বিপ্রবগদিয়া গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে পুলিশের ওপর হামলার ঘটনায় ৭৬ জনকে এজাহারভুক্ত আসামি ও ৬০০ জনকে অজ্ঞাত আসামি করে শৈলকুপা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। এই মামলার জেরে ইউনিয়নের কয়েকটি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। দিনে কারও কারও দেখা মিললেও রাতে ওই সব গ্রামের পুরুষেরা গ্রেপ্তারের ভয়ে বাড়িতে থাকেন না। উপজেলার বিপ্রবগদিয়া, চামটাইলপাড়া, হরিহরা, সাধুহাটি, রাগপাড়া, খুলুমবাড়ী, নলখোলা, বরিয়া গ্রামের বেশির ভাগ পুরুষই পালিয়ে বেড়াচ্ছেন পুলিশের ভয়ে।
ওই ইউপিতে আসন্ন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী বছরের ৫ জানুয়ারি। তবে গ্রেপ্তারের আতঙ্কে এই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।
হরিহরা গ্রামের বাসিন্দা ফিরোজুর রহমান বলেন, ‘অনেক আশা ছিল উৎসাহ-উদ্দীপনা নিয়ে নির্বাচন করব, কিন্তু তা আর হলো না। পুলিশবাদী মামলা হওয়ায় গ্রামের অধিকাংশ মানুষের মধ্যে গ্রেপ্তারের আতঙ্ক কাজ করছে। ফলে বেশির ভাগ পুরুষ পালিয়ে বেড়াচ্ছেন।’
বরিয়া গ্রামের বাসিন্দা রেহানা বেগম বলেন, ‘আমার স্বামী দিনমজুর। আমরা নিরপরাধ মানুষ। পুলিশের অজ্ঞাতনামা মামলার ভয়ে সে কাজে যেতে পারছে না। ফলে আমরা খেয়ে না-খেয়ে খুবই কষ্টে দিন পার করছি।’
হাকিমপুর ইউপির বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান জিকু বলেন, ‘প্রতিদিনই পুলিশ কোনো না কোনো নিরপরাধ মানুষের বাড়িতে তল্লাশি ও ভয়ভীতি দেখাচ্ছে। ফলে সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। পুরুষশূন্য হয়ে পড়েছে আমার ইউনিয়নের সাত-আটটি গ্রাম। এভাবে চলতে থাকলে নির্বাচনী পরিবেশ নষ্ট হবে। আমি প্রশাসনের কাছে নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ চাই।’
শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মানুষের জানমাল রক্ষায় কাজ করতে এসেছি। যারা নিরপরাধ, তাদের হয়রানি করার প্রশ্নই আসে না। তবে যারা অপরাধী, তাদের আইনের আওতায় আনা হবে।’
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর রোববার দুপুরে হাকিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপার বিপ্রবগদিয়া গ্রামে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান জিকু, অপর মনোনয়নপ্রত্যাশী বিপ্রবগদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান সাচ্ছুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের তিন সদস্যসহ ২০ জন আহত হন। এরই জেরে শৈলকুপা থানায় মামলা হয়।
ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের গ্রেপ্তারের আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে উপজেলার হাকিমপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম। পুলিশবাদী মামলার ভয়ে রাত-দিন আতঙ্কে কাটছে ইউনিয়নটির ৮-১০টি গ্রামের সাধারণ মানুষের জীবন।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার ৭ নম্বর হাকিমপুর ইউনিয়নের বিপ্রবগদিয়া গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে পুলিশের ওপর হামলার ঘটনায় ৭৬ জনকে এজাহারভুক্ত আসামি ও ৬০০ জনকে অজ্ঞাত আসামি করে শৈলকুপা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। এই মামলার জেরে ইউনিয়নের কয়েকটি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। দিনে কারও কারও দেখা মিললেও রাতে ওই সব গ্রামের পুরুষেরা গ্রেপ্তারের ভয়ে বাড়িতে থাকেন না। উপজেলার বিপ্রবগদিয়া, চামটাইলপাড়া, হরিহরা, সাধুহাটি, রাগপাড়া, খুলুমবাড়ী, নলখোলা, বরিয়া গ্রামের বেশির ভাগ পুরুষই পালিয়ে বেড়াচ্ছেন পুলিশের ভয়ে।
ওই ইউপিতে আসন্ন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী বছরের ৫ জানুয়ারি। তবে গ্রেপ্তারের আতঙ্কে এই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।
হরিহরা গ্রামের বাসিন্দা ফিরোজুর রহমান বলেন, ‘অনেক আশা ছিল উৎসাহ-উদ্দীপনা নিয়ে নির্বাচন করব, কিন্তু তা আর হলো না। পুলিশবাদী মামলা হওয়ায় গ্রামের অধিকাংশ মানুষের মধ্যে গ্রেপ্তারের আতঙ্ক কাজ করছে। ফলে বেশির ভাগ পুরুষ পালিয়ে বেড়াচ্ছেন।’
বরিয়া গ্রামের বাসিন্দা রেহানা বেগম বলেন, ‘আমার স্বামী দিনমজুর। আমরা নিরপরাধ মানুষ। পুলিশের অজ্ঞাতনামা মামলার ভয়ে সে কাজে যেতে পারছে না। ফলে আমরা খেয়ে না-খেয়ে খুবই কষ্টে দিন পার করছি।’
হাকিমপুর ইউপির বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান জিকু বলেন, ‘প্রতিদিনই পুলিশ কোনো না কোনো নিরপরাধ মানুষের বাড়িতে তল্লাশি ও ভয়ভীতি দেখাচ্ছে। ফলে সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। পুরুষশূন্য হয়ে পড়েছে আমার ইউনিয়নের সাত-আটটি গ্রাম। এভাবে চলতে থাকলে নির্বাচনী পরিবেশ নষ্ট হবে। আমি প্রশাসনের কাছে নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ চাই।’
শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মানুষের জানমাল রক্ষায় কাজ করতে এসেছি। যারা নিরপরাধ, তাদের হয়রানি করার প্রশ্নই আসে না। তবে যারা অপরাধী, তাদের আইনের আওতায় আনা হবে।’
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর রোববার দুপুরে হাকিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপার বিপ্রবগদিয়া গ্রামে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান জিকু, অপর মনোনয়নপ্রত্যাশী বিপ্রবগদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান সাচ্ছুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের তিন সদস্যসহ ২০ জন আহত হন। এরই জেরে শৈলকুপা থানায় মামলা হয়।
মাগুরার শালিখার হরিশপুর গ্রামের ইজিবাইকচালক আল আমিন হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং অপর একজনকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত।
১২ মিনিট আগেসাভারে ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যার পর পুলিশের সাঁজোয়া যান এপিসির ওপর থেকে শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনের মরদেহ ফেলে দেওয়ার ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার
১৯ মিনিট আগেপিরোজপুরের ইন্দুরকানীতে মাদক সেবনে নিষেধ করায় আব্দুল হাই খান (৪৫) নামের এক ব্যবসায়ীকে দুই যুবক বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগেআজ রোববার সন্ধ্যায় রত্না আক্তার ও তাঁর মেয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে আক্কেলপুর পৌর সদরের নিচাবাজার এলাকার ভাড়া বাসায় ফিরছিলেন। জোয়ানা ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি উল্টে গিয়ে পাশের গাছে ধাক্কা খায়। এতে রত্না আক্তার গুরুতর...
১ ঘণ্টা আগে