Ajker Patrika

মোবাইল নিয়ে পরীক্ষার হলে, ৪ শিক্ষককে অব্যাহতি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
মোবাইল নিয়ে পরীক্ষার হলে, ৪ শিক্ষককে অব্যাহতি

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার প্রথম দিনে কুষ্টিয়া দৌলতপুরে চার শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহারের অপরাধে তাদের অব্যাহতি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ রোববার সকালে এ দৌলতপুর গার্লস কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

অব্যাহতি পাওয়া শিক্ষকেরা হলেন—আল্লারদর্গা নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, বড়গাংদিয়া নাসির উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের প্রভাষক জাহিদ হাসান এবং আহসান নগর কারিগরি কলেজের প্রভাষক মামুন অর রশিদ ও মাজহারুল হক। 

এ বিষয়ে দৌলতপুর গার্লস কলেজ কেন্দ্রের কেন্দ্রসচিব অধ্যক্ষ রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘নিষেধাজ্ঞা সত্ত্বেও ওই শিক্ষকেরা পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে ঢুকেছিলেন। তাদের কাছ থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুল্লাহের নির্দেশে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।’ 

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুল্লাহ জানান, পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করার সময় চার শিক্ষককে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জয়া আহসানকে নিয়ে খেপেছেন তৃণমূল নেত্রী, টালিউডে বাংলাদেশিদের নিষিদ্ধের দাবি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, অগ্নিসংযোগ

ইসলামী আন্দোলন ও এনসিপি ঐক্য, পাত্তা দিচ্ছে না বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত