Ajker Patrika

সাতক্ষীরা থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ২ 

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ২১: ০৯
Thumbnail image

সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি ২৬ দিন পর উদ্ধার করেছে র‍্যাব। এ সময় লুট হওয়া অস্ত্র ও গুলি রাখার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে মটিতে পুঁতে রাখা অস্ত্র-গুলি উদ্ধার ও আসামি আটক করা হয়। 

আটককৃতরা হলেন পৌরসভার সুলতানপুর এলাকার শেখ সাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান (২১) ও আব্দুল মজিদ গাজীর ছেলে ফরহাদ হোসেন (২৭)। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দুটি ওয়ান শুটারগান, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২৩টি গুলি।

র‍্যাব সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার ফয়সাল হোসেন বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরে সাতক্ষীরা সদর থানায় হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় পুলিশের কাছ থেকে অস্ত্র ও গুলি লুট করা হয়। পরবর্তীকালে মাইকিং করে অস্ত্র ফেরত চাওয়া হলেও লুটকারীদের অনেকেই কর্ণপাত করেননি। 

র‍্যাব কমান্ডার আরও জানান, আজ শনিবার দুপুরে তাঁদের কাছে খবর আসে, সুলতানপুর এলাকায় লুট হওয়া ও অবৈধ অন্য অস্ত্র মাটিতে পুঁতে রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ফরহাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁর রান্না ঘরের মধ্যে পুঁতে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। 

পাশাপাশি থানার এসআইদের হারিয়ে যাওয়া দুটো মোটরসাইকেলের চেসিস জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃত আসামিদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‍্যাব কমান্ডার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত