কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে নানা বাড়ির গোয়াল ঘর থেকে রিয়া খাতুন (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি ‘আত্মহত্যা’ করেছে বলে থানায় ইউডি মামলা হলেও মরদেহের ময়নাতদন্ত করা হয়। অবশেষে ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যায় রিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় শিশুটির বাবা গতকাল শুক্রবার কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করে আসামি করেছেন রিয়ার মা, নানা–নানি, মামা–মামিকে। এদিকে মামলার পর তাদের গ্রেপ্তার করে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। উপজেলার বাগুলাট ইউনিয়নের মধুপুর দুর্গাপুর এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
শিশু রিয়া খাতুন কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের দহকুলা গ্রামের ভ্যানচালক মো. রাইহান ওরফে বাচ্চুর মেয়ে। সে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
আসামিরা হলেন—ওই শিশুর মা মোছা. শিল্পী খাতুন (২৩), মামা রফিকুল ইসলাম (২৮), মামি মোছা. রুনা খাতুন (২৩), নানা মোহাম্মদ আলী (৫২) ও নানি মোছা. রেহেনা খাতুন (৪৮)।
পুলিশ বলছে, গত ৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে নানাবাড়ির গোয়ালঘর থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। এ বিষয়ে ওই দিন রাতেই থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। সন্দেহজনক হওয়ায় পরদিন শুক্রবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে হয়।
গতকাল শুক্রবার ময়নাতদন্তের প্রতিবেদনে চিকিৎসক উল্লেখ করেন—ওই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে শুক্রবার রাতে গ্রেপ্তারকৃতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন শিশুটির বাবা রাইহান।
পুলিশ জানায়, মামলার পরই আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য বিজ্ঞ আদালতের কাছে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী ও ওই ছাত্রীর বাবা মো. রাইহান বলেন, ‘চার বছর আগে মেয়ের মা অন্য একজনকে বিয়ে করেছে। মেয়ে কখনো মায়ের কাছে, কখনো নানির বাড়িতে থাকত। হঠাৎ ৬ অক্টোবর খবর পাই মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু আত্মহত্যার কোনো কারণ খুঁজে না পাওয়ায় ময়নাতদন্ত করেছিলাম।’
রাইহান আরও বলেন, ‘গতকাল (শুক্রবার) পুলিশের মাধ্যমে জানতে পারি মেয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রাতে থানায় মামলা করেছি। আমি আমার মেয়ের খুনিদের উপযুক্ত শাস্তি চাই।’
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদনে শ্বাসরোধ করে হত্যার বিষয় উল্লেখ করা হয়েছে। থানায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় মেয়ের মা, নানা, নানি, মামা ও মামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—পারিবারিক অর্থ–সম্পত্তির জেরে রিয়াকে হত্যা করা হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য বিজ্ঞ আদালতের কাছে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।’
কুষ্টিয়ার কুমারখালীতে নানা বাড়ির গোয়াল ঘর থেকে রিয়া খাতুন (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি ‘আত্মহত্যা’ করেছে বলে থানায় ইউডি মামলা হলেও মরদেহের ময়নাতদন্ত করা হয়। অবশেষে ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যায় রিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় শিশুটির বাবা গতকাল শুক্রবার কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করে আসামি করেছেন রিয়ার মা, নানা–নানি, মামা–মামিকে। এদিকে মামলার পর তাদের গ্রেপ্তার করে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। উপজেলার বাগুলাট ইউনিয়নের মধুপুর দুর্গাপুর এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
শিশু রিয়া খাতুন কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের দহকুলা গ্রামের ভ্যানচালক মো. রাইহান ওরফে বাচ্চুর মেয়ে। সে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
আসামিরা হলেন—ওই শিশুর মা মোছা. শিল্পী খাতুন (২৩), মামা রফিকুল ইসলাম (২৮), মামি মোছা. রুনা খাতুন (২৩), নানা মোহাম্মদ আলী (৫২) ও নানি মোছা. রেহেনা খাতুন (৪৮)।
পুলিশ বলছে, গত ৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে নানাবাড়ির গোয়ালঘর থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। এ বিষয়ে ওই দিন রাতেই থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। সন্দেহজনক হওয়ায় পরদিন শুক্রবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে হয়।
গতকাল শুক্রবার ময়নাতদন্তের প্রতিবেদনে চিকিৎসক উল্লেখ করেন—ওই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে শুক্রবার রাতে গ্রেপ্তারকৃতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন শিশুটির বাবা রাইহান।
পুলিশ জানায়, মামলার পরই আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য বিজ্ঞ আদালতের কাছে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী ও ওই ছাত্রীর বাবা মো. রাইহান বলেন, ‘চার বছর আগে মেয়ের মা অন্য একজনকে বিয়ে করেছে। মেয়ে কখনো মায়ের কাছে, কখনো নানির বাড়িতে থাকত। হঠাৎ ৬ অক্টোবর খবর পাই মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু আত্মহত্যার কোনো কারণ খুঁজে না পাওয়ায় ময়নাতদন্ত করেছিলাম।’
রাইহান আরও বলেন, ‘গতকাল (শুক্রবার) পুলিশের মাধ্যমে জানতে পারি মেয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রাতে থানায় মামলা করেছি। আমি আমার মেয়ের খুনিদের উপযুক্ত শাস্তি চাই।’
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদনে শ্বাসরোধ করে হত্যার বিষয় উল্লেখ করা হয়েছে। থানায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় মেয়ের মা, নানা, নানি, মামা ও মামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—পারিবারিক অর্থ–সম্পত্তির জেরে রিয়াকে হত্যা করা হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য বিজ্ঞ আদালতের কাছে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।’
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানির অভিযোগে এক অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশক্রমে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক
১১ মিনিট আগেকুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের ভুল চিকিৎসায় নুরজাহান (৯) নামের এক শিশুর সারা শরীর ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নূরুন্নবী বলেছেন, রোগীর শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে
১৬ মিনিট আগেনলডাঙ্গা মাধনগর রেলস্টেশনের পলাশীতলা রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে রেললাইন শঙ্কামুক্ত করেন। এ ঘটনায় ঢাকা ছেড়ে আসা আন্তনগর একটি ট্রেন ১ ঘণ্টা বিলম্বে যাত্রা করে।
২১ মিনিট আগেগত বছর বাংলাদেশে চলমান জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাতে আটক ২৬ জন প্রবাসী বাংলাদেশিকে দ্রুত মুক্তি ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স।
২৬ মিনিট আগে