বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবনের অভ্যন্তরে বন বিভাগের অফিসের সামনে আবারও বাঘের দেখা মিলেছে। বাঘের ভিডিও ধারণ করে বৃহস্পতিবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন মোস্তাক আহমেদ নামের এক বনরক্ষী। এক মিনিট ষোলো সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বাঘটি ব্যারাকের সামনে ঘোরাফেরা করছে। পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে বনের দিকে চলে যায়।
ভিডিও ধারণকারী সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য অফিসের বনরক্ষী মোস্তাক আহমেদ বলেন, ‘সোমবার (৭ আগস্ট) রাতে অন্য সময়ের মতো ডিউটি শেষে ঘুমিয়ে পড়ি। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখি কেন্দ্রের বাইরে একটি বাঘ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে বাঘ দেখে হতভম্ব হয়ে যাই। ভয়ে ভয়ে মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করি। একটু পরে বাঘটি বনের দিকে চলে যায়।’
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহাবুব হোসেন বলেন, ‘এর আগেও এলাকায় তিনটি বাঘের আনাগোনা দেখা গেছে। এর মধ্যে একটি বাচ্চা আর দুটি পরিণত। অভয়ারণ্য এলাকায় মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় বাঘগুলো অবাধে বিচরণ করতে পারছে। এ কারণেই সেখানে দায়িত্বরত কর্মকর্তারা বাঘের দেখা পাচ্ছেন। আমরা তাঁদের সতর্ক থাকতে বলেছি।’ এ ছাড়া বনে বাঘ বেড়েছে বলেও দাবি করেন এ কর্মকর্তা।
এর আগে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর ফরেস্ট অফিস এলাকায় তিনটি বাঘ ঘুরে বেড়াতে দেখা যায়। তখন ২৪ ঘণ্টা ধরে বাঘ তিনটিকে অফিসের আশপাশ এলাকায় ঘুরে বেড়াতে দেখেন বনরক্ষীরা।
সুন্দরবনের অভ্যন্তরে বন বিভাগের অফিসের সামনে আবারও বাঘের দেখা মিলেছে। বাঘের ভিডিও ধারণ করে বৃহস্পতিবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন মোস্তাক আহমেদ নামের এক বনরক্ষী। এক মিনিট ষোলো সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বাঘটি ব্যারাকের সামনে ঘোরাফেরা করছে। পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে বনের দিকে চলে যায়।
ভিডিও ধারণকারী সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য অফিসের বনরক্ষী মোস্তাক আহমেদ বলেন, ‘সোমবার (৭ আগস্ট) রাতে অন্য সময়ের মতো ডিউটি শেষে ঘুমিয়ে পড়ি। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখি কেন্দ্রের বাইরে একটি বাঘ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে বাঘ দেখে হতভম্ব হয়ে যাই। ভয়ে ভয়ে মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করি। একটু পরে বাঘটি বনের দিকে চলে যায়।’
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহাবুব হোসেন বলেন, ‘এর আগেও এলাকায় তিনটি বাঘের আনাগোনা দেখা গেছে। এর মধ্যে একটি বাচ্চা আর দুটি পরিণত। অভয়ারণ্য এলাকায় মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় বাঘগুলো অবাধে বিচরণ করতে পারছে। এ কারণেই সেখানে দায়িত্বরত কর্মকর্তারা বাঘের দেখা পাচ্ছেন। আমরা তাঁদের সতর্ক থাকতে বলেছি।’ এ ছাড়া বনে বাঘ বেড়েছে বলেও দাবি করেন এ কর্মকর্তা।
এর আগে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর ফরেস্ট অফিস এলাকায় তিনটি বাঘ ঘুরে বেড়াতে দেখা যায়। তখন ২৪ ঘণ্টা ধরে বাঘ তিনটিকে অফিসের আশপাশ এলাকায় ঘুরে বেড়াতে দেখেন বনরক্ষীরা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৬ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৭ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৭ ঘণ্টা আগে