Ajker Patrika

সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১

সাতক্ষীরা প্রতিনিধি
গাছে ধাক্কা দেওয়া বাস। ছবি: আজকের পত্রিকা
গাছে ধাক্কা দেওয়া বাস। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার বকচরায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

আজ বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা শহরের সার্কিট হাউস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল (সামেক) ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শাহাদাত হোসেন শহরের কামালনগর এলাকার বাসিন্দা।

আহতরা হলেন—সাতক্ষীরার শ্যামনগরের আলমগীর হোসেন, জয়নগর গ্রামের আব্দুর রউফ, দেবহাটার তপন ঘোষ, কালিগঞ্জের রুহুল আমিন। বাকিদের নাম জানা যায়নি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, দিগন্ত পরিবহন নামের একটি বাস ঢাকা থেকে সাতক্ষীরায় যাচ্ছিল। বাসটির চালক ঘুমের চোখে গাড়ি চালাচ্ছিলেন। শহরের বকচরা এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় রাস্তার পাশে একটি মেহগনি গাছে বাসটির ধাক্কা লাগে। এতে কমপক্ষে ১৫ জন আহত হন।

ওসি আরও বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। তবে অবস্থার অবনতি হওয়ায় চালকের সহকারী শাহাদাত হোসেনকে সামেক হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে চুকনগর এলাকায় তিনি মারা যান। বাসটির চালক পালিয়ে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত