Ajker Patrika

চিতলমারীতে আগুনে পুড়ল ৪ হাজার পাখি

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৫: ৩৬
চিতলমারীতে আগুনে পুড়ল ৪ হাজার পাখি

বাগেরহাটের চিতলমারীতে পাখির খামারে অগ্নিকাণ্ডে প্রায় ৪ হাজার পাখির মৃত্যু হয়েছে। আগুন নেভাতে গিয়ে তিনজন আহত হয়েছেন। তাঁরা স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

আজ রোববার ভোর ৪টায় উপজেলার সুরশাইল গ্রামের মো. শুভ্র শেখের পাখির খামারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চিতলমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ও এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ধারণা ভুক্তভোগী খামারি ও ফায়ার সার্ভিসের। 

অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তরুণ উদ্যোক্তা ও খামারি মো. শুভ্র শেখ। তিনি আজকের পত্রিকাকে জানান, উদ্যোক্তা হিসেবে তিনি সাত-আট বছর আগে পাখির খামার শুরু করেন। দীর্ঘ এ সময় ধরে গড়ে তোলেন বিশাল পাখির খামার। তাঁর খামারে ককাটেল ও বাজুরিকা জাতের কমপক্ষে ৪ হাজার পাখি ছিল। 

খামারি শুভ্র শেখ বলেন, ‘রোববার ভোর ৪টার দিকে আগুনের তাপে ঘুম ভেঙে যায়। উঠেই দেখি ঘরের পাশে পাখির খামারে দাউদাউ করে আগুন জ্বলছে। এ সময় আগুনে ৪ হাজার পাখিসহ নগদ ১ লাখ ৭৫ হাজার ৩০০ টাকা, দুটি ঘর, চার শতাধিক পাখির খাঁচা, কয়েক হাজার বাচ্চা ও ডিম পুড়ে গেছে। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ 

চিতলমারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আব্দুল অদুদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আমরা আসার আগেই দুটি ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ১৪-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত