চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে পাখির খামারে অগ্নিকাণ্ডে প্রায় ৪ হাজার পাখির মৃত্যু হয়েছে। আগুন নেভাতে গিয়ে তিনজন আহত হয়েছেন। তাঁরা স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আজ রোববার ভোর ৪টায় উপজেলার সুরশাইল গ্রামের মো. শুভ্র শেখের পাখির খামারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চিতলমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ও এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ধারণা ভুক্তভোগী খামারি ও ফায়ার সার্ভিসের।
অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তরুণ উদ্যোক্তা ও খামারি মো. শুভ্র শেখ। তিনি আজকের পত্রিকাকে জানান, উদ্যোক্তা হিসেবে তিনি সাত-আট বছর আগে পাখির খামার শুরু করেন। দীর্ঘ এ সময় ধরে গড়ে তোলেন বিশাল পাখির খামার। তাঁর খামারে ককাটেল ও বাজুরিকা জাতের কমপক্ষে ৪ হাজার পাখি ছিল।
খামারি শুভ্র শেখ বলেন, ‘রোববার ভোর ৪টার দিকে আগুনের তাপে ঘুম ভেঙে যায়। উঠেই দেখি ঘরের পাশে পাখির খামারে দাউদাউ করে আগুন জ্বলছে। এ সময় আগুনে ৪ হাজার পাখিসহ নগদ ১ লাখ ৭৫ হাজার ৩০০ টাকা, দুটি ঘর, চার শতাধিক পাখির খাঁচা, কয়েক হাজার বাচ্চা ও ডিম পুড়ে গেছে। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
চিতলমারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আব্দুল অদুদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আমরা আসার আগেই দুটি ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ১৪-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
বাগেরহাটের চিতলমারীতে পাখির খামারে অগ্নিকাণ্ডে প্রায় ৪ হাজার পাখির মৃত্যু হয়েছে। আগুন নেভাতে গিয়ে তিনজন আহত হয়েছেন। তাঁরা স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আজ রোববার ভোর ৪টায় উপজেলার সুরশাইল গ্রামের মো. শুভ্র শেখের পাখির খামারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চিতলমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ও এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ধারণা ভুক্তভোগী খামারি ও ফায়ার সার্ভিসের।
অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তরুণ উদ্যোক্তা ও খামারি মো. শুভ্র শেখ। তিনি আজকের পত্রিকাকে জানান, উদ্যোক্তা হিসেবে তিনি সাত-আট বছর আগে পাখির খামার শুরু করেন। দীর্ঘ এ সময় ধরে গড়ে তোলেন বিশাল পাখির খামার। তাঁর খামারে ককাটেল ও বাজুরিকা জাতের কমপক্ষে ৪ হাজার পাখি ছিল।
খামারি শুভ্র শেখ বলেন, ‘রোববার ভোর ৪টার দিকে আগুনের তাপে ঘুম ভেঙে যায়। উঠেই দেখি ঘরের পাশে পাখির খামারে দাউদাউ করে আগুন জ্বলছে। এ সময় আগুনে ৪ হাজার পাখিসহ নগদ ১ লাখ ৭৫ হাজার ৩০০ টাকা, দুটি ঘর, চার শতাধিক পাখির খাঁচা, কয়েক হাজার বাচ্চা ও ডিম পুড়ে গেছে। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
চিতলমারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আব্দুল অদুদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আমরা আসার আগেই দুটি ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ১৪-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকায় মকস বিলে ঘুরতে গিয়ে গত শুক্রবার বিকেলে নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়। এরপর একে একে তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
২ ঘণ্টা আগেখাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের অঙ্গসংগঠন ‘গণতান্ত্রিক যুব ফোরাম’–এর সদস্য খুকু চাকমা (৩৪) নিহত হয়েছেন। খুকু চাকমা গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য ছিলেন। তিনি কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিষ্টানপাড়ার মৃত ভাধ্যধন চাকমার ছেলে।
২ ঘণ্টা আগেরাজধানীর যাত্রাবাড়ীতে র্যাবের পোশাক পরে এক ব্যবসায়ীর সোনা ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৬ জুলাই) রাতে এ ঘটনা ঘটে ডেমরা সড়কের মাতুয়াইল মৃধাবাড়ি এলাকায়। এ ঘটনায় আজ রোববার দুপুরে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন ওই ব্যবসায়ী।
৩ ঘণ্টা আগেমেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. টিপু সুলতান অবসরে গেলেন। আজ রোববার (২৭ জুলাই) ছিল তাঁর শেষ কর্মদিবস। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগের কলঙ্ক নিয়েই বিদায় নিলেন তিনি। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে কাজ করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তিন সদস্য
৩ ঘণ্টা আগে