Ajker Patrika

সুন্দরবন এলাকার নদ-নদী দূষণমুক্ত করার দাবি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
সুন্দরবন এলাকার নদ-নদী দূষণমুক্ত করার দাবি

বাগেরহাটের মোংলায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার মোংলা পশুর নদীর পাড়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সুন্দরবনের ভেতরে এবং সুন্দরবন সংলগ্ন নদ-নদী বিষে সয়লাব হয়ে গেছে। এ ছাড়া গবেষণায় সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে ১৭ প্রজাতির মাছে মাইক্রো প্লাস্টিকের কণা পাওয়া গেছে যা মানব দেহের জন্য ক্ষতিকর।’

তারা আরও বলেন, ‘সুন্দরবনে বাপার জোন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন, পশুর নদীতে জাহাজডুবি এবং জাহাজি বর্জ্য নিক্ষেপের ফলে নদী দখল ও দূষণ হচ্ছে। সুন্দরবন সংলগ্ন প্রবহমান নদী-খালে বাঁধ দিয়ে নদী দখল করা হয়েছে।’

বক্তারা আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে সংশ্লিষ্ট সবাইকে এই মুহূর্তে সুন্দরবন এলাকার নদ-নদীকে দখলমুক্ত, দূষণমুক্ত এবং বিষমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মোংলা বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার নূর আলম শেখ সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন–বাপা নেতা কমলা সরকার, মার্টিন সরকার, চন্দ্রিকা মণ্ডল, হাছিব সরদার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত