Ajker Patrika

মীর মশাররফ হোসেনের জন্মদিনে ‘জমিদার-দর্পণ’ মঞ্চায়ন

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
মীর মশাররফ হোসেনের জন্মদিনে ‘জমিদার-দর্পণ’ মঞ্চায়ন

বাংলা সাহিত্যের অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৫ তম জন্মদিন ছিল আজ ১৫ নভেম্বর। এ উপলক্ষে ২ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। আজ সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেনের বসতভিটায় মঞ্চস্থ নাটক ‘জমিদার-দর্পণ’।

এর মধ্য দিয়েই আজ শেষ হয় মীর মশাররফ হোসেনের ১৭৫ তম জন্ম দিন ঘিরে আয়োজিত ২ দিনের অনুষ্ঠানমালার। এর আগে আজ বিকেল ৪টার দিকে শুরু সমাপনী দিনের আলোচনা সভা। আলোচনা সভা শেষে মীর মশারফের জন্মদিন উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। গতকাল রোববার মীর মশাররফ হোসেনের উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়। 

সমাপনী অনুষ্ঠানে জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপ-সচিব) মো. আরিফ-উজ-জামান সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. খাইরুল আলম, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায়, কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বিনয় কুমার সরকার, বিশিষ্ট কবি সৈয়দ আবদুস সাদিক, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর। 

আয়োজক সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুরে লাঠিখেলার মধ্য দিয়ে শুরু হয় বিষাদ সিন্ধু রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা। উদ্বোধনী দিনের বিকেলে আলোচনা সভা ও রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত