প্রতিনিধি
খুলনা: তরমুজ নিয়ে কত কথাই না হলো। কেজি দরে বিক্রি ঠেকাতে হাটে নামলেন ম্যাজিস্ট্রেটও। কিছু জায়গায় দাম নির্ধারণ করে দিল প্রশাসন। তবুও যেন তরমুজের দামে লাগাম টানা যাচ্ছিল না। পুরো রমজান এভাবেই চলেছে। কিন্তু হঠাৎ করেই কে যেন তরমুজের বাজারে জল ঢেলে দিল। প্রশাসনের কোনো হস্তক্ষেপে ছাড়াই এক লাফে অর্ধেকে নেমে গেল তরমুজের দাম।
তরমুজের দাম কমে যাওয়ার পেছনে অবশ্য কাজ করেছে অর্থনীতির ধ্রুপদী সূত্র। ঈদের কয়েক দিন আগে থেকেই আর চাহিদা নেই এই মৌসুমী ফলের। এমনটাই হয়েছে খুলনায়। বিক্রেতারা বলছেন, ঈদের দুদিন আগে থেকে তরমুজের দাম নিম্নমুখী। এখনো তা অব্যাহত। তাঁরা বলছেন, সরবরাহ কম। কিন্তু অর্থনীতির ভাষায় সরবরাহ কম থাকলে দাম বৃদ্ধি পাওয়ার কথা। হয়েছে উল্টো।
রোজার মধ্যে যে তরমুজ কেজি প্রতি ৫০ টাকা দরে বিক্রি হতো, সেটি এখন ২৫ টাকায় নেমে এসেছে। তবুও ক্রেতা নেই।
খুলনা পুরাতন রেল স্টেশন কাঁচা ও পাকা ফলের আড়তে সরেজমিনে ঘুরে দেখা যায়, তরমুজের দোকানে ভিড় নেই। আড়ত ও দোকান মালিকেরা অলস দিন পার করছেন। তরমুজ ব্যবসায়ী মো. আলম সরদার আজকের পত্রিকাকে বলেন, কয়েকদিন ধরেই তরমুজের দাম কম। ক্রেতা নেই বললেই চলে। ঈদের দুদিন আগে থেকে দাম পড়তে শুরু করেছে, এখনো কমছে।
নগরীর ময়লাপোতা মোড়ের তরমুজ বিক্রেতা মো. সোহাগ হাওলাদার জানান, এক সপ্তাহ ধরে ফলটির দাম কমেছে। তিনি পিস হিসেবে তরমুজ বিক্রি করেন। প্রতি পিস ১২০ থেকে ১৫০ টাকা। তাঁর দোকানে প্রচুর তরমুজ। কিন্তু ক্রেতাদের আগ্রহ কম থাকায় আজ দুদিন তরমুজের বেচাকেনা খুব কম। একই কথা জানালেন শান্তিধাম মোড়ের বিক্রেতা তাহের। তিনি বলেন, রোজার সময় তরমুজের ব্যবসা ভালো ছিল। ঈদের দুদিন আগ থেকে বেচাকেনা পড়ে গেছে। আজও একই অবস্থা।
ডাকবাংলো এলাকায় কথা হয় ক্রেতা আবু শাহাদাৎ রনির সঙ্গে। তিনি বলেন, 'তরমুজের দাম এখনো সহনীয় পর্যায়ে আসেনি। দুই বছর আগেও তিনি ১৫ টাকা দরে তরমুজ কিনেছেন। তবে এবার তরমুজের দাম রোজার মাসে যেভাবে বেড়েছিল, তা তিনি গত বছরও দেখেননি। তা ছাড়া বৃদ্ধি পাবে না কেন? তিন হাত বদলের পর আমরা এটি পেয়ে থাকি। ফড়িয়া, আড়তদার ও খুচরা দোকানি। তিন স্তরের টাকা আমাদের পকেট থেকেই যায়। তা ছাড়া বাজারে নতুন ফলের আগমন ঘটেছে। জনগণ তরমুজ এখন এত দামে আর খেতে চাইবে না।'
কাঁচা ও পাকা ফলের আড়ত দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল হায়দার পাটোয়ারি বলেন, বাজারে নতুন ফল আসতে শুরু করেছে। তা ছাড়া নতুন ফলের কারণে এখন তরমুজের প্রতি ক্রেতাদের আগ্রহ কমেছে। তাই দামও কমে গেছে।
খুলনা: তরমুজ নিয়ে কত কথাই না হলো। কেজি দরে বিক্রি ঠেকাতে হাটে নামলেন ম্যাজিস্ট্রেটও। কিছু জায়গায় দাম নির্ধারণ করে দিল প্রশাসন। তবুও যেন তরমুজের দামে লাগাম টানা যাচ্ছিল না। পুরো রমজান এভাবেই চলেছে। কিন্তু হঠাৎ করেই কে যেন তরমুজের বাজারে জল ঢেলে দিল। প্রশাসনের কোনো হস্তক্ষেপে ছাড়াই এক লাফে অর্ধেকে নেমে গেল তরমুজের দাম।
তরমুজের দাম কমে যাওয়ার পেছনে অবশ্য কাজ করেছে অর্থনীতির ধ্রুপদী সূত্র। ঈদের কয়েক দিন আগে থেকেই আর চাহিদা নেই এই মৌসুমী ফলের। এমনটাই হয়েছে খুলনায়। বিক্রেতারা বলছেন, ঈদের দুদিন আগে থেকে তরমুজের দাম নিম্নমুখী। এখনো তা অব্যাহত। তাঁরা বলছেন, সরবরাহ কম। কিন্তু অর্থনীতির ভাষায় সরবরাহ কম থাকলে দাম বৃদ্ধি পাওয়ার কথা। হয়েছে উল্টো।
রোজার মধ্যে যে তরমুজ কেজি প্রতি ৫০ টাকা দরে বিক্রি হতো, সেটি এখন ২৫ টাকায় নেমে এসেছে। তবুও ক্রেতা নেই।
খুলনা পুরাতন রেল স্টেশন কাঁচা ও পাকা ফলের আড়তে সরেজমিনে ঘুরে দেখা যায়, তরমুজের দোকানে ভিড় নেই। আড়ত ও দোকান মালিকেরা অলস দিন পার করছেন। তরমুজ ব্যবসায়ী মো. আলম সরদার আজকের পত্রিকাকে বলেন, কয়েকদিন ধরেই তরমুজের দাম কম। ক্রেতা নেই বললেই চলে। ঈদের দুদিন আগে থেকে দাম পড়তে শুরু করেছে, এখনো কমছে।
নগরীর ময়লাপোতা মোড়ের তরমুজ বিক্রেতা মো. সোহাগ হাওলাদার জানান, এক সপ্তাহ ধরে ফলটির দাম কমেছে। তিনি পিস হিসেবে তরমুজ বিক্রি করেন। প্রতি পিস ১২০ থেকে ১৫০ টাকা। তাঁর দোকানে প্রচুর তরমুজ। কিন্তু ক্রেতাদের আগ্রহ কম থাকায় আজ দুদিন তরমুজের বেচাকেনা খুব কম। একই কথা জানালেন শান্তিধাম মোড়ের বিক্রেতা তাহের। তিনি বলেন, রোজার সময় তরমুজের ব্যবসা ভালো ছিল। ঈদের দুদিন আগ থেকে বেচাকেনা পড়ে গেছে। আজও একই অবস্থা।
ডাকবাংলো এলাকায় কথা হয় ক্রেতা আবু শাহাদাৎ রনির সঙ্গে। তিনি বলেন, 'তরমুজের দাম এখনো সহনীয় পর্যায়ে আসেনি। দুই বছর আগেও তিনি ১৫ টাকা দরে তরমুজ কিনেছেন। তবে এবার তরমুজের দাম রোজার মাসে যেভাবে বেড়েছিল, তা তিনি গত বছরও দেখেননি। তা ছাড়া বৃদ্ধি পাবে না কেন? তিন হাত বদলের পর আমরা এটি পেয়ে থাকি। ফড়িয়া, আড়তদার ও খুচরা দোকানি। তিন স্তরের টাকা আমাদের পকেট থেকেই যায়। তা ছাড়া বাজারে নতুন ফলের আগমন ঘটেছে। জনগণ তরমুজ এখন এত দামে আর খেতে চাইবে না।'
কাঁচা ও পাকা ফলের আড়ত দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল হায়দার পাটোয়ারি বলেন, বাজারে নতুন ফল আসতে শুরু করেছে। তা ছাড়া নতুন ফলের কারণে এখন তরমুজের প্রতি ক্রেতাদের আগ্রহ কমেছে। তাই দামও কমে গেছে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম যেন বিভীষিকাময় হয়ে উঠেছে। ফেসবুকে ঢুকলেই ওই দুর্ঘটনার মন খারাপ করা ছবি ও ভিডিও এড়িয়ে যাওয়ার উপায় নেই। স্ক্রল করতে করতে হঠাৎ চোখ আটকে যায় ‘এসএসসি ০৫-এইচএসসি ০৭’ গ্রুপের একটি পোস্টে।
৩ ঘণ্টা আগেজাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের করিডরে আগের দিনের মতো চিৎকার-চেঁচামেচি ছিল না গতকাল মঙ্গলবার। ছিল না রক্তের জন্য ছোটাছুটি। হাসপাতালজুড়ে কেমন যেন একটা উৎকণ্ঠা। এই উৎকণ্ঠা দগ্ধ শিশুগুলোর স্বজনদের চোখেমুখে। সবার প্রার্থনা, আর যেন কোনো দুঃসংবাদ কানে না আসে, সব শিশু যেন সুস্থ হয়ে ওঠে।
৩ ঘণ্টা আগেশিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধের অসাধারণ উদাহরণ তৈরি করে গেলেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরী। যুদ্ধবিমানটি যখন তাঁর প্রতিষ্ঠানে বিধ্বস্ত হয়, তখনো তিনি অক্ষত ও সুস্থ ছিলেন। কিন্তু বিপদের মুখেই তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন নিজের সন্তানের মতো ছাত্রছাত্রীদের বাঁচাতে।
৩ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের কোলাহল নেই। বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধবিমানের বিকট শব্দে থেমে গেছে সেই কোলাহল। থামেনি সন্তান বা স্বজনহারাদের বুকফাটা কান্না, মাতম। হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে আহত ও দগ্ধরা।
৪ ঘণ্টা আগে