সাতক্ষীরা প্রতিনিধি
দুই পক্ষের সংঘর্ষে সাতক্ষীরায় ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা ভন্ডুল হয়ে গেছে। এ সময় একটি পক্ষ কেন্দ্রীয় সমম্বয়কদের ঢাকায় ফিরে যাওয়ার হুঁশিয়ারি দেন। আজ সোমবার সাতক্ষীরা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এ ঘটনা ঘটে।
জেলার অন্যতম সমন্বয়ক নাজমুল হোসেন রনি বলেন, ‘আজ বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে কেন্দ্রীয় সমন্বয়ক ওয়াহিদুজ্জামান, আকরাম হোসেন রাজসহ কয়েকজনের সঙ্গে স্থানীয় নেতা-কর্মীদের বৈঠক চলছিল। এ সময় মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক আকরাম হোসেন রাজ।
ওই সময় জনি ও সানি নামে দুজন অডিটরিয়ামে বসা নিয়ে উচ্চবাচ্য করতে থাকেন। এমনকি তাঁরা মঞ্চে তেড়ে আসেন। এর কিছুক্ষণের মধ্যে ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে বাইরে চলে যাওয়ার ঘোষণা দেন সানি। এসব হট্টগোলের মধ্যে বক্তব্য শেষ করেন রাজ।’
আরেক সমন্বয়ক ইমরান হোসেন বলেন, ‘স্বেচ্ছাসেবকের কাজ করছেন ছাত্রলীগের অনুপ্রবেশকারীরা, এমন অভিযোগে ছাত্রদলের কর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দেয়। এ থেকে সভায় গন্ডগোল শুরু হয়।’
এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব বলেন, ‘জনি ও সানি নামে ছাত্রদলের কোনো নেতা-কর্মী নেই। ছাত্রদলের কর্মী বলে যাদের পরিচয় দেওয়া হচ্ছে, এটা ষড়যন্ত্রমূলক।’ ছাত্রদলের কোনো নেতা–কর্মী আজকের সভায় উপস্থিত ছিলেন না বলে জানান তিনি।
তবে নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, ‘সাতক্ষীরার কয়েক সমম্বয়ককে বাদ দিয়ে অন্যদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় সভা হয়েছে। এর জের ধরে শিল্পকলা একাডেমিতে হট্টগোল শুরু হয়। ছাত্রদের একপক্ষ মঞ্চে উঠে মাইক হাতে বলতে শুরু করেন, সাতক্ষীরায় আন্দোলন শুরু হওয়ার পর থেকে যারা সামনে থেকে আন্দোলন করছে, তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।
‘তাই প্রোগ্রাম হতে দেওয়া হবে না। তাদের প্রোগ্রাম বন্ধ করে ঢাকায় ফিরে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এর পর থেকে উত্তাল হয়ে উঠে পুরো অডিটরিয়াম। একে-অপরের সঙ্গে হট্টগোল জড়িয়ে পড়ে সভা পণ্ড হয়। পরে অডিটরিয়ামের সামনে সংঘর্ষে জড়ান ছাত্রদের দুই গ্রুপ।’
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুই পক্ষের সংঘর্ষে সাতক্ষীরায় ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা ভন্ডুল হয়ে গেছে। এ সময় একটি পক্ষ কেন্দ্রীয় সমম্বয়কদের ঢাকায় ফিরে যাওয়ার হুঁশিয়ারি দেন। আজ সোমবার সাতক্ষীরা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এ ঘটনা ঘটে।
জেলার অন্যতম সমন্বয়ক নাজমুল হোসেন রনি বলেন, ‘আজ বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে কেন্দ্রীয় সমন্বয়ক ওয়াহিদুজ্জামান, আকরাম হোসেন রাজসহ কয়েকজনের সঙ্গে স্থানীয় নেতা-কর্মীদের বৈঠক চলছিল। এ সময় মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক আকরাম হোসেন রাজ।
ওই সময় জনি ও সানি নামে দুজন অডিটরিয়ামে বসা নিয়ে উচ্চবাচ্য করতে থাকেন। এমনকি তাঁরা মঞ্চে তেড়ে আসেন। এর কিছুক্ষণের মধ্যে ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে বাইরে চলে যাওয়ার ঘোষণা দেন সানি। এসব হট্টগোলের মধ্যে বক্তব্য শেষ করেন রাজ।’
আরেক সমন্বয়ক ইমরান হোসেন বলেন, ‘স্বেচ্ছাসেবকের কাজ করছেন ছাত্রলীগের অনুপ্রবেশকারীরা, এমন অভিযোগে ছাত্রদলের কর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দেয়। এ থেকে সভায় গন্ডগোল শুরু হয়।’
এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব বলেন, ‘জনি ও সানি নামে ছাত্রদলের কোনো নেতা-কর্মী নেই। ছাত্রদলের কর্মী বলে যাদের পরিচয় দেওয়া হচ্ছে, এটা ষড়যন্ত্রমূলক।’ ছাত্রদলের কোনো নেতা–কর্মী আজকের সভায় উপস্থিত ছিলেন না বলে জানান তিনি।
তবে নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, ‘সাতক্ষীরার কয়েক সমম্বয়ককে বাদ দিয়ে অন্যদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় সভা হয়েছে। এর জের ধরে শিল্পকলা একাডেমিতে হট্টগোল শুরু হয়। ছাত্রদের একপক্ষ মঞ্চে উঠে মাইক হাতে বলতে শুরু করেন, সাতক্ষীরায় আন্দোলন শুরু হওয়ার পর থেকে যারা সামনে থেকে আন্দোলন করছে, তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।
‘তাই প্রোগ্রাম হতে দেওয়া হবে না। তাদের প্রোগ্রাম বন্ধ করে ঢাকায় ফিরে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এর পর থেকে উত্তাল হয়ে উঠে পুরো অডিটরিয়াম। একে-অপরের সঙ্গে হট্টগোল জড়িয়ে পড়ে সভা পণ্ড হয়। পরে অডিটরিয়ামের সামনে সংঘর্ষে জড়ান ছাত্রদের দুই গ্রুপ।’
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান দিদারুল ইসলাম রতন (৩৬)। তিনি নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের একজন কর্মঠ ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বহুতল অফিস ভবনে দায়িত্ব পালনকালে ২৭ বছর বয়স
২১ মিনিট আগেকক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ শফি প্রকাশকে (২৮) আটক করেছে র্যাব। গতকাল সোমবার রাতে জেলার টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় গহিন পাহাড়ে তাঁর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ, গ্রেনেড ও মাদক উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩ট
২৫ মিনিট আগেনব্বইয়ের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ছাত্রদের সঙ্গে, জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তিনদলীয় জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল, কিন্তু সেই রূপরেখা কোনো দল মানেনি।
৩৬ মিনিট আগেরাজধানীর তাঁতীবাজার থেকে জয়দেব আর্থ ও বিশ্বনাথ আর্থ নামে দুই জুয়েলারি ব্যবসায়ীর পিছু নেয় একটি ডাকাত চক্র। তাঁদের বাসের পিছু নেয় ডাকাত চক্রের সদস্যরা। পথে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড় এলাকায় বাসটি পৌঁছালে মাইক্রোবাসে র্যাব ছদ্মবেশে তাঁদের তুলে নেওয়ার চেষ্টা করে ডাকাতেরা
১ ঘণ্টা আগে