সাতক্ষীরা প্রতিনিধি
দুই পক্ষের সংঘর্ষে সাতক্ষীরায় ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা ভন্ডুল হয়ে গেছে। এ সময় একটি পক্ষ কেন্দ্রীয় সমম্বয়কদের ঢাকায় ফিরে যাওয়ার হুঁশিয়ারি দেন। আজ সোমবার সাতক্ষীরা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এ ঘটনা ঘটে।
জেলার অন্যতম সমন্বয়ক নাজমুল হোসেন রনি বলেন, ‘আজ বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে কেন্দ্রীয় সমন্বয়ক ওয়াহিদুজ্জামান, আকরাম হোসেন রাজসহ কয়েকজনের সঙ্গে স্থানীয় নেতা-কর্মীদের বৈঠক চলছিল। এ সময় মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক আকরাম হোসেন রাজ।
ওই সময় জনি ও সানি নামে দুজন অডিটরিয়ামে বসা নিয়ে উচ্চবাচ্য করতে থাকেন। এমনকি তাঁরা মঞ্চে তেড়ে আসেন। এর কিছুক্ষণের মধ্যে ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে বাইরে চলে যাওয়ার ঘোষণা দেন সানি। এসব হট্টগোলের মধ্যে বক্তব্য শেষ করেন রাজ।’
আরেক সমন্বয়ক ইমরান হোসেন বলেন, ‘স্বেচ্ছাসেবকের কাজ করছেন ছাত্রলীগের অনুপ্রবেশকারীরা, এমন অভিযোগে ছাত্রদলের কর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দেয়। এ থেকে সভায় গন্ডগোল শুরু হয়।’
এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব বলেন, ‘জনি ও সানি নামে ছাত্রদলের কোনো নেতা-কর্মী নেই। ছাত্রদলের কর্মী বলে যাদের পরিচয় দেওয়া হচ্ছে, এটা ষড়যন্ত্রমূলক।’ ছাত্রদলের কোনো নেতা–কর্মী আজকের সভায় উপস্থিত ছিলেন না বলে জানান তিনি।
তবে নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, ‘সাতক্ষীরার কয়েক সমম্বয়ককে বাদ দিয়ে অন্যদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় সভা হয়েছে। এর জের ধরে শিল্পকলা একাডেমিতে হট্টগোল শুরু হয়। ছাত্রদের একপক্ষ মঞ্চে উঠে মাইক হাতে বলতে শুরু করেন, সাতক্ষীরায় আন্দোলন শুরু হওয়ার পর থেকে যারা সামনে থেকে আন্দোলন করছে, তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।
‘তাই প্রোগ্রাম হতে দেওয়া হবে না। তাদের প্রোগ্রাম বন্ধ করে ঢাকায় ফিরে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এর পর থেকে উত্তাল হয়ে উঠে পুরো অডিটরিয়াম। একে-অপরের সঙ্গে হট্টগোল জড়িয়ে পড়ে সভা পণ্ড হয়। পরে অডিটরিয়ামের সামনে সংঘর্ষে জড়ান ছাত্রদের দুই গ্রুপ।’
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুই পক্ষের সংঘর্ষে সাতক্ষীরায় ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা ভন্ডুল হয়ে গেছে। এ সময় একটি পক্ষ কেন্দ্রীয় সমম্বয়কদের ঢাকায় ফিরে যাওয়ার হুঁশিয়ারি দেন। আজ সোমবার সাতক্ষীরা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এ ঘটনা ঘটে।
জেলার অন্যতম সমন্বয়ক নাজমুল হোসেন রনি বলেন, ‘আজ বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে কেন্দ্রীয় সমন্বয়ক ওয়াহিদুজ্জামান, আকরাম হোসেন রাজসহ কয়েকজনের সঙ্গে স্থানীয় নেতা-কর্মীদের বৈঠক চলছিল। এ সময় মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক আকরাম হোসেন রাজ।
ওই সময় জনি ও সানি নামে দুজন অডিটরিয়ামে বসা নিয়ে উচ্চবাচ্য করতে থাকেন। এমনকি তাঁরা মঞ্চে তেড়ে আসেন। এর কিছুক্ষণের মধ্যে ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে বাইরে চলে যাওয়ার ঘোষণা দেন সানি। এসব হট্টগোলের মধ্যে বক্তব্য শেষ করেন রাজ।’
আরেক সমন্বয়ক ইমরান হোসেন বলেন, ‘স্বেচ্ছাসেবকের কাজ করছেন ছাত্রলীগের অনুপ্রবেশকারীরা, এমন অভিযোগে ছাত্রদলের কর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দেয়। এ থেকে সভায় গন্ডগোল শুরু হয়।’
এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব বলেন, ‘জনি ও সানি নামে ছাত্রদলের কোনো নেতা-কর্মী নেই। ছাত্রদলের কর্মী বলে যাদের পরিচয় দেওয়া হচ্ছে, এটা ষড়যন্ত্রমূলক।’ ছাত্রদলের কোনো নেতা–কর্মী আজকের সভায় উপস্থিত ছিলেন না বলে জানান তিনি।
তবে নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, ‘সাতক্ষীরার কয়েক সমম্বয়ককে বাদ দিয়ে অন্যদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় সভা হয়েছে। এর জের ধরে শিল্পকলা একাডেমিতে হট্টগোল শুরু হয়। ছাত্রদের একপক্ষ মঞ্চে উঠে মাইক হাতে বলতে শুরু করেন, সাতক্ষীরায় আন্দোলন শুরু হওয়ার পর থেকে যারা সামনে থেকে আন্দোলন করছে, তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।
‘তাই প্রোগ্রাম হতে দেওয়া হবে না। তাদের প্রোগ্রাম বন্ধ করে ঢাকায় ফিরে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এর পর থেকে উত্তাল হয়ে উঠে পুরো অডিটরিয়াম। একে-অপরের সঙ্গে হট্টগোল জড়িয়ে পড়ে সভা পণ্ড হয়। পরে অডিটরিয়ামের সামনে সংঘর্ষে জড়ান ছাত্রদের দুই গ্রুপ।’
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
৭ মিনিট আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগে