Ajker Patrika

সড়কের পাশের গাছে ধাক্কা খেয়ে মোটরসাইকেলচালক নিহত

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২৩, ২২: ৪৩
Thumbnail image

যশোরের চৌগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের কড়ইগাছে ধাক্কা খেয়ে ইব্রাহিম হোসেন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা জাহাঙ্গীর হোসেন (২৭) গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌগাছা-মহেশপুর সড়কের বাটিকামারিতে এ দুর্ঘটনা ঘটে। 

পরে তাঁকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন এবং জাহাঙ্গীরকে যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। 

ইব্রাহিম চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুঠিপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। জাহাঙ্গীর একই গ্রামের বাকি বিল্লাহ বাক্কির ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে তাঁরা দুজন চৌগাছা থেকে মোটরসাইকেলে মহেশপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নারায়ণপুর ইউনিয়নের বাটিকামারি গ্রামের কাজী ফার্ম থেকে ২০০ গজ দূরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশের কড়ইগাছে ধাক্কা খায়। 

এতে মোটরসাইকেলচালক ইব্রাহিম ও তাঁর সঙ্গে থাকা জাহাঙ্গীর গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে মোটরসাইকেলচালক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন এবং জাহাঙ্গীরের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। এ সংবাদ লেখার সময় মরদেহটি চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল। 
 
হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. এমরান বলেন, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। এ ছাড়া জাহাঙ্গীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

চৌগাছা থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘হাসপাতালে থানার পুলিশ কর্মকর্তারা আছেন। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত