Ajker Patrika

আজকের পত্রিকার ২য় বর্ষপূর্তি উপলক্ষে নড়াইলে বর্ণাঢ্য র‌্যালি

নড়াইল প্রতিনিধি
আজকের পত্রিকার ২য় বর্ষপূর্তি উপলক্ষে নড়াইলে বর্ণাঢ্য র‌্যালি

পাঠকপ্রিয় দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে নড়াইলে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ জুলাই) বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে জেলার সুধীজন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে শেষ হয়। র‌্যালি শেষে নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ খান শাহাবুদ্দিন।

প্রেসক্লাবের সভাপতি বিটিভির জেলা সংবাদদাতা বীর মুক্তিযোদ্ধা এনামুল কবীর টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান।

দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সুলতান মাহমুদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি কার্তিক দাস, দৈনিক আজকের পত্রিকার লোহাগড়া প্রতিনিধি এসএম জহুরুল হক মিলু, হিন্দু–বৌদ্ধ–খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি অশোক কুন্ডু।

উপস্থিত ছিলেন দৈনিক ওশান পত্রিকার নির্বাহী সম্পাদক গুলশান আরা,অবসরপ্রাপ্ত শিক্ষক ভক্ত সরকার,একুশে টেলিভিশন ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি ফরহাদ খান, দৈনিক দেশরুপান্তর ও এসএ টিভির জেলা প্রতিনিধি আব্দুস সাত্তার, বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতা সুজয় বকসী, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম বাবলুসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

বক্তারা বলেন, দৈনিক আজকের পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে অল্প সময়ে পাঠকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। পাঠকের তথ্যের ক্ষুধা মেটাতে পত্রিকাটির এরই মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত