Ajker Patrika

যশোর এম এম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

যশোর প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ০০: ০৭
যশোর এম এম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

মেয়াদোত্তীর্ণের সাড়ে ছয় বছর পর যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় (এম এম কলেজ) ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ বুধবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ২০১৫ সালের ৬ জুলাই এম এম কলেজ ছাত্রলীগে ৬৩ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন তৎকালীন জেলা সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। ওই কমিটির সভাপতি রওশন ইকবাল শাহী জেলা সভাপতি হওয়ার পর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় সহসভাপতি নূর ইসলামকে। দীর্ঘদিন কমিটি না হওয়াতে নেতৃত্ব সংকটে পড়ে কলেজ ছাত্রলীগের এই সংগঠনটি।

নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, যশোর সরকারি এম এম কলেজ ছাত্রলীগের পদধারী অধিকাংশ নেতা বর্তমানে বিবাহিত ও সন্তানের বাবা। আবার কেউ কেউ চাকরিজীবন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিন-চার বছর ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় রয়েছেন প্রায় সবাই। দীর্ঘদিন কমিটি না থাকাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে তৈরি হয়েছে গ্রুপ উপ-গ্রুপে। ফলে এসব নেতা-কর্মীদের নিজেরা ক্যাম্পাসে প্রভাব ও আধিপত্য বিস্তার রোধে নানা বিশৃঙ্খলা কর্মকাণ্ড করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে দীর্ঘদিন পর কমিটি বিলুপ্ত করায় পদপ্রত্যাশী নেতা-কর্মীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে জেলার সব কটি মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনে কাজ করছি। সৎ ও যোগ্য প্রার্থীদের বাছাই করে এম এম কলেজ ছাত্রলীগে নতুন নেতৃত্ব নিয়ে আসা হবে। এম এম কলেজসহ অন্য ইউনিটে শিগগির কমিটি দিয়ে যশোরে ছাত্রলীগকে পুনর্গঠন করা হবে।’

উল্লেখ্য, এর আগে বুধবার দুপুরে এম এম কলেজের আসাদ হলে ভাঙচুরের ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ ক্যাম্পাসের সভাপতি-সম্পাদকের কর্মসূচিতে না যাওয়ায় জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে ছাত্রাবাসের বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করা হয়। তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে জেলা ছাত্রলীগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত