মাগুরা প্রতিনিধি
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অদূরের একটি শহর চেঙ্গাং মাই। সেখান থেকে বাইসাইকেল চালিয়ে হজ করার উদ্দেশে ঘর ছেড়েছেন আব্দুস সালাম। কিন্তু ব্যাংকক থেকে মিয়ানমারের ঢোকার অনুমতি না পেয়ে বিমানে ঢাকায় নেমেছেন বাইসাইকেল নিয়ে।
ঢাকা থেকে গতকাল শনিবার রাতে মাগুরা জেলা শহরের পারনান্দুয়ালী পৌঁছান তিনি। এ সময় কথা হয় ৬৪ বছর বয়সী ধাই নাগরিক আব্দুস সালামের সঙ্গে।
কিছুটা ইংরেজিতে কথা বলতে পারেন আব্দুস সালাম। আজকের পত্রিকাকে তিনি জানান, ছোটবেলা থেকে তাঁর বাইসাইকেল চালানো শখ। নিজ দেশে তিনি বহুবার ঘুরে বেরিয়েছেন নানা জায়গাতে। গত তিন বছর আগে থেকে পরিকল্পনা করেন বাইসাইকেল চালিয়ে হজ করতে যাবেন। এরপর বাড়ি থেকে বের হন এ মাসের ১৫ জানুয়ারিতে। পরের দিন ব্যাংকক পৌঁছে জানলেন মিয়ানমারে নানা জটিলতায় ঢুকতে পারবেন না। তাই প্লেনে করে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান তিনি। সেখানে থেকে বাইসাইকেল চালিয়ে পাটুরিয়ার ফেরি ঘাট হয়ে শনিবার পৌঁছান মাগুরা জেলায়। কিন্তু সন্ধ্যা নামায় শনিবার সন্ধ্যায় শহরের পারনান্দুয়ালী এলাকার বেপারী পাড়া মসজিদে আসেন। এরপর স্থানীয়রা তাঁকে রাতে থাকার ব্যবস্থা করেন।
আব্দুস সালাম জানান, তিনি তাঁর এলাকায় একটি প্রাইমারি স্কুলের শিক্ষক। তবে অবসরপ্রাপ্ত হওয়ার পর বাইসাইকেল চালিয়ে হজ করতে যাওয়ার পরিকল্পনা করেন। তাঁর স্ত্রীও শিক্ষক। কোনো সন্তান না থাকায় দুজনের জীবন অনেকটা নিজেদের মতো করে কাটাচ্ছেন তাঁরা।
থাই এই নাগরিক জানান, পথ চেনার জন্য তিনি গুগল ম্যাপকে কাজে লাগাচ্ছেন। মাগুরা থেকে যশোর গিয়ে তিনি বেনাপোল সীমান্ত বন্দরে যাবেন। সেখানে থেকে ভারতে ঢোকার অনুমতি পেলে রোববারেই ভারত থেকে দিল্লির দিকে যাবেন বাইসাইকেলে। তাঁর ইচ্ছা ভারত থেকে কাশ্মীর হয়ে পাকিস্তান যাবেন। এরপর ইয়েমেন থেকে ইরান সীমান্ত হয়ে সৌদি আরবে ঢুকবেন। সৌদি যেতে অন্তত ৬ মাস লাগতে পারে বলে জানান তিনি।
পারনান্দুয়ালী এলাকার ইমরান হোসেন জানান, আজ রোববার ফজরের নামাজ মসজিদে পড়েন এই থাই নাগরিক। এরপর বিদায় দিতে গ্রামের অনেকে জড়ো হন।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অদূরের একটি শহর চেঙ্গাং মাই। সেখান থেকে বাইসাইকেল চালিয়ে হজ করার উদ্দেশে ঘর ছেড়েছেন আব্দুস সালাম। কিন্তু ব্যাংকক থেকে মিয়ানমারের ঢোকার অনুমতি না পেয়ে বিমানে ঢাকায় নেমেছেন বাইসাইকেল নিয়ে।
ঢাকা থেকে গতকাল শনিবার রাতে মাগুরা জেলা শহরের পারনান্দুয়ালী পৌঁছান তিনি। এ সময় কথা হয় ৬৪ বছর বয়সী ধাই নাগরিক আব্দুস সালামের সঙ্গে।
কিছুটা ইংরেজিতে কথা বলতে পারেন আব্দুস সালাম। আজকের পত্রিকাকে তিনি জানান, ছোটবেলা থেকে তাঁর বাইসাইকেল চালানো শখ। নিজ দেশে তিনি বহুবার ঘুরে বেরিয়েছেন নানা জায়গাতে। গত তিন বছর আগে থেকে পরিকল্পনা করেন বাইসাইকেল চালিয়ে হজ করতে যাবেন। এরপর বাড়ি থেকে বের হন এ মাসের ১৫ জানুয়ারিতে। পরের দিন ব্যাংকক পৌঁছে জানলেন মিয়ানমারে নানা জটিলতায় ঢুকতে পারবেন না। তাই প্লেনে করে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান তিনি। সেখানে থেকে বাইসাইকেল চালিয়ে পাটুরিয়ার ফেরি ঘাট হয়ে শনিবার পৌঁছান মাগুরা জেলায়। কিন্তু সন্ধ্যা নামায় শনিবার সন্ধ্যায় শহরের পারনান্দুয়ালী এলাকার বেপারী পাড়া মসজিদে আসেন। এরপর স্থানীয়রা তাঁকে রাতে থাকার ব্যবস্থা করেন।
আব্দুস সালাম জানান, তিনি তাঁর এলাকায় একটি প্রাইমারি স্কুলের শিক্ষক। তবে অবসরপ্রাপ্ত হওয়ার পর বাইসাইকেল চালিয়ে হজ করতে যাওয়ার পরিকল্পনা করেন। তাঁর স্ত্রীও শিক্ষক। কোনো সন্তান না থাকায় দুজনের জীবন অনেকটা নিজেদের মতো করে কাটাচ্ছেন তাঁরা।
থাই এই নাগরিক জানান, পথ চেনার জন্য তিনি গুগল ম্যাপকে কাজে লাগাচ্ছেন। মাগুরা থেকে যশোর গিয়ে তিনি বেনাপোল সীমান্ত বন্দরে যাবেন। সেখানে থেকে ভারতে ঢোকার অনুমতি পেলে রোববারেই ভারত থেকে দিল্লির দিকে যাবেন বাইসাইকেলে। তাঁর ইচ্ছা ভারত থেকে কাশ্মীর হয়ে পাকিস্তান যাবেন। এরপর ইয়েমেন থেকে ইরান সীমান্ত হয়ে সৌদি আরবে ঢুকবেন। সৌদি যেতে অন্তত ৬ মাস লাগতে পারে বলে জানান তিনি।
পারনান্দুয়ালী এলাকার ইমরান হোসেন জানান, আজ রোববার ফজরের নামাজ মসজিদে পড়েন এই থাই নাগরিক। এরপর বিদায় দিতে গ্রামের অনেকে জড়ো হন।
রাজধানীর বনানী এলাকা থেকে দুর্জয় শীল নামে এক সেনা সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সোমবার রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার।
১০ মিনিট আগেরাজধানীর উত্তরায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. ইব্রাহিম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আলীম উল্লাহ (২৩) ও মো. শাকিল (২০) নামের আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ১৩ নম্বর প্লটের নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে...
১৩ মিনিট আগেসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় উত্তরখানের একটি স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রী (১৪) ও ইস্রাফিল উদ্দিন ভূঁইয়ার (১৯)। পরিচয়ের একপর্যায়ে ইস্রাফিল ওই কিশোরীকে কু-প্রস্তাব দেন। কিন্তু রাজি না হওয়া তাঁকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল। এ ঘটনায় অভিযুক্ত ইস্রাফিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৬ মিনিট আগেখুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এ সময় কুয়েটের উপাচার্যের পদত্যাগ দাবি করে কুশপুত্তলিকা দাহ করেন তারা। গতকাল সোমবার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ হয়।
১ ঘণ্টা আগে