খুলনা প্রতিনিধি
লিজ বা ব্যক্তি মালিকানায় নয়, বন্ধ সব পাটকল অবিলম্বে রাষ্ট্রীয় মালিকানায় চালু, শ্রমিকদের বকেয়া পাওনা ও সঞ্চয়পত্রের কাগজ ঈদের আগে দেওয়ার দাবি জানিয়েছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। আজ মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক জনার্দন দত্ত নান্টুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট কুদরত-ই-খুদা।
লিখিত বক্তব্য কুদরত-ই-খুদা বলেন, ‘২০২০ সালের ২ জুলাই সরকার ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয়। মিল বন্ধের দুই মাসের মধ্যে সব পাওনা পরিশোধের অঙ্গীকার করলেও অদ্যাবধি অনেক শ্রমিক এরিয়ারসহ তাদের বকেয়া পাওনা পায়নি। এর মধ্যে খুলনার খালিশপুর জুট মিল ও দৌলতপুর জুট মিল, সিরাজগঞ্জের জাতীয় জুট মিল এবং চট্টগ্রামের কেএফডি ও আরআর জুট মিলের শ্রমিকেরা এখনো বকেয়া কোনো টাকা পায়নি।’
তিনি বলেন, ‘বিভিন্ন মিলের শ্রমিকেরা যাদের মামলা আছে তাঁদের দ্রুত মামলা নিষ্পত্তি করে বকেয়া টাকা পরিশোধ করা হচ্ছে না। অনেকে সঞ্চয়পত্রের কাগজ এখনো পাননি। ফলে শ্রমিকেরা নিদারুণ যন্ত্রণা ও উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছেন।’
এ শ্রমিক নেতা আরও বলেন, ‘বর্তমানে জীবনযাপন ব্যয় অত্যধিক বৃদ্ধি পাওয়ায় কর্মহীন এবং বকেয়া পাওনা থেকে বঞ্চিত শ্রমিকেরা তাদের পরিবার পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। রোজা এবং ঈদুল ফিতর সমাগত।’ এমতাবস্থায় ঈদের আগে সব শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধ এবং সঞ্চয়পত্রের কাজ দ্রুত সম্পন্ন করা জরুরি বলে জানা তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আফম মহসীন, নাগরিক নেতা কবি সৈয়দ আলী হাকিম, যুগ্ম আহ্বায়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য মো. মোজাম্মেল হক, যুগ্ম আহ্বায়ক ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুতপা বেদজ্ঞ, বাসদের সদস্যসচিব কোহিনুর আক্তার কণা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আবদুল করিম, বাংলাদেশ যুব ইউনিয়ন মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, বদলি শ্রমিক সংগ্রাম কমিটির উপদেষ্টা মো. নূরুল ইসলাম, আহ্বায়ক মো. ইলিয়াস হোসেন, শ্রমিক নেতা ওমর আলী, নূরুল ইসলাম, আবদুল হালিম মো. মতিয়ার রহমান, সাহিদুল ইসলাম, আবদুল জব্বার, মো. ফারুক, শামস শারফিন শ্যামন প্রমুখ।
লিজ বা ব্যক্তি মালিকানায় নয়, বন্ধ সব পাটকল অবিলম্বে রাষ্ট্রীয় মালিকানায় চালু, শ্রমিকদের বকেয়া পাওনা ও সঞ্চয়পত্রের কাগজ ঈদের আগে দেওয়ার দাবি জানিয়েছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। আজ মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক জনার্দন দত্ত নান্টুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট কুদরত-ই-খুদা।
লিখিত বক্তব্য কুদরত-ই-খুদা বলেন, ‘২০২০ সালের ২ জুলাই সরকার ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয়। মিল বন্ধের দুই মাসের মধ্যে সব পাওনা পরিশোধের অঙ্গীকার করলেও অদ্যাবধি অনেক শ্রমিক এরিয়ারসহ তাদের বকেয়া পাওনা পায়নি। এর মধ্যে খুলনার খালিশপুর জুট মিল ও দৌলতপুর জুট মিল, সিরাজগঞ্জের জাতীয় জুট মিল এবং চট্টগ্রামের কেএফডি ও আরআর জুট মিলের শ্রমিকেরা এখনো বকেয়া কোনো টাকা পায়নি।’
তিনি বলেন, ‘বিভিন্ন মিলের শ্রমিকেরা যাদের মামলা আছে তাঁদের দ্রুত মামলা নিষ্পত্তি করে বকেয়া টাকা পরিশোধ করা হচ্ছে না। অনেকে সঞ্চয়পত্রের কাগজ এখনো পাননি। ফলে শ্রমিকেরা নিদারুণ যন্ত্রণা ও উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছেন।’
এ শ্রমিক নেতা আরও বলেন, ‘বর্তমানে জীবনযাপন ব্যয় অত্যধিক বৃদ্ধি পাওয়ায় কর্মহীন এবং বকেয়া পাওনা থেকে বঞ্চিত শ্রমিকেরা তাদের পরিবার পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। রোজা এবং ঈদুল ফিতর সমাগত।’ এমতাবস্থায় ঈদের আগে সব শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধ এবং সঞ্চয়পত্রের কাজ দ্রুত সম্পন্ন করা জরুরি বলে জানা তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আফম মহসীন, নাগরিক নেতা কবি সৈয়দ আলী হাকিম, যুগ্ম আহ্বায়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য মো. মোজাম্মেল হক, যুগ্ম আহ্বায়ক ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুতপা বেদজ্ঞ, বাসদের সদস্যসচিব কোহিনুর আক্তার কণা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আবদুল করিম, বাংলাদেশ যুব ইউনিয়ন মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, বদলি শ্রমিক সংগ্রাম কমিটির উপদেষ্টা মো. নূরুল ইসলাম, আহ্বায়ক মো. ইলিয়াস হোসেন, শ্রমিক নেতা ওমর আলী, নূরুল ইসলাম, আবদুল হালিম মো. মতিয়ার রহমান, সাহিদুল ইসলাম, আবদুল জব্বার, মো. ফারুক, শামস শারফিন শ্যামন প্রমুখ।
‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ’ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে হরিহর নদ পুনঃখনন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ নীতিমালা অনুযায়ী যথাযথ উল্লম্ব-অনুভূমিক জায়গা না রেখে হরিহর নদের ওপর যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজারে আরেকটি অপরিকল্পিত সেতু নির্মাণ করছে স্
৩৯ মিনিট আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা সরকারি বিপুল ওষুধ নষ্ট হয়ে গেছে। সময়মতো রোগীদের মাঝে বিতরণ না করায় ওষুধগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে; একই সঙ্গে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছে হাজারো রোগী।
৪২ মিনিট আগেঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ বাস্তবায়ন শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পাইলট প্রকল্পটি রোববার (২০ এপ্রিল ২০২৫) থেকে শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলবে।
১ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
২ ঘণ্টা আগে