Ajker Patrika

নারীকে পানিতে চুবিয়ে হত্যাচেষ্টাসহ বাসাবাড়ি ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তার ৪ 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৪: ১৫
নারীকে পানিতে চুবিয়ে হত্যাচেষ্টাসহ বাসাবাড়ি ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তার ৪ 

পাইকগাছায় জমিসংক্রান্ত বিরোধে এক নারীকে পানিতে চুবিয়ে হত্যায় ব্যর্থ হয়ে চিংড়িঘেরের মাছ লুট ও বাসাবাড়ি ভাঙচুরের অভিযোগে গতকাল শুক্রবার থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ওই মামলায় শুক্রবার রাতেই নারীসহ চার আসামিকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের আব্দুল মান্নানের সঙ্গে একই এলাকার আবু বক্কর গাজীর (৬৬) জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত বৃহস্পতিবার বিকেল ৫টায় মান্নানের দখলে থাকা চিংড়িঘেরে আবু বক্কর গাজীসহ ১০-১৫ জন হামলা চালায়। এ সময় ঘেরের বাসাবাড়ি ভাঙচুরসহ আব্দুল মান্নান গাজীর স্ত্রীকে পানিতে চুবিয়ে মৃত ভেবে ফেলে রেখে ঘেরে থাকা চিংড়ি মাছ ধরে নিয়ে যায়। এ সময় এলাকাবাসী ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আব্দুল মান্নান বাদী হয়ে থানায় মামলা করেন।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, ওই মামলায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে মানিক গাজীর ছেলে আবু বক্কর গাজী, আবু বক্কর গাজীর ছেলে সাহেব আলী গাজীসহ (৩৮) দুই নারীকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, ঘেরের ক্ষয়ক্ষতিবিষয়ক মামলায় নারীসহ চার আসামিকে আটক করা হয়েছে। আটক আসামিদের উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত