সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার ভোমরায় ভারতীয় পেঁয়াজ মজুত করায় চার ব্যবসাপ্রতিষ্ঠানকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে পেঁয়াজ মজুত না করতে সতর্ক করা হয়েছে।
আজ সোমবার দুপুরে ভোমরা স্থলবন্দরে কয়েকটি পেঁয়াজের আড়তে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন।
সাতক্ষীরার ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, সংকট না থাকলেও বাজারে কেজিপ্রতি পেঁয়াজের দাম ৮০ থেকে ১০০ টাকা বাড়ানো হয়েছে। এর মধ্যে বিভিন্ন ব্যবসায়ী ও আমদানিকারক ভোমরা স্থলবন্দরে পেঁয়াজ মজুত করছেন, এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন ও ভোক্তা-অধিকার যৌথ অভিযান চালায়।
এ সময় পেঁয়াজ মজুতের সত্যতা পেয়ে আঁখি ট্রেডার্সের মালিক আমির হোসেনকে ২০ হাজার টাকা, এস আর এন্টারপ্রাইজের ম্যানেজার মারুফ হোসেনকে ৫০ হাজার, আজাদ ইন্টারন্যাশনালের ম্যানেজার তাফসিরুল আলমকে ৩০ হাজার ও রাফসান ট্রেডার্সের ম্যানেজার দীপক কুমার সরকারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, দাম আর না বাড়লেও বাজারে মিলছে না পেঁয়াজ। অধিকাংশ খুচরা ব্যবসায়ী পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছেন। বেশি দামে বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হতে পারে, এমন আশঙ্কায় তাঁরা পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছেন।
অপর দিকে, ভোমরা স্থলবন্দরে গত তিন দিনে এক ট্রাকও পেঁয়াজ ঢোকেনি বলে জানিয়েছেন শুল্ক স্টেশনের সহকারী কমিশনার ইনামুল হক।
সাতক্ষীরার ভোমরায় ভারতীয় পেঁয়াজ মজুত করায় চার ব্যবসাপ্রতিষ্ঠানকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে পেঁয়াজ মজুত না করতে সতর্ক করা হয়েছে।
আজ সোমবার দুপুরে ভোমরা স্থলবন্দরে কয়েকটি পেঁয়াজের আড়তে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন।
সাতক্ষীরার ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, সংকট না থাকলেও বাজারে কেজিপ্রতি পেঁয়াজের দাম ৮০ থেকে ১০০ টাকা বাড়ানো হয়েছে। এর মধ্যে বিভিন্ন ব্যবসায়ী ও আমদানিকারক ভোমরা স্থলবন্দরে পেঁয়াজ মজুত করছেন, এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন ও ভোক্তা-অধিকার যৌথ অভিযান চালায়।
এ সময় পেঁয়াজ মজুতের সত্যতা পেয়ে আঁখি ট্রেডার্সের মালিক আমির হোসেনকে ২০ হাজার টাকা, এস আর এন্টারপ্রাইজের ম্যানেজার মারুফ হোসেনকে ৫০ হাজার, আজাদ ইন্টারন্যাশনালের ম্যানেজার তাফসিরুল আলমকে ৩০ হাজার ও রাফসান ট্রেডার্সের ম্যানেজার দীপক কুমার সরকারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, দাম আর না বাড়লেও বাজারে মিলছে না পেঁয়াজ। অধিকাংশ খুচরা ব্যবসায়ী পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছেন। বেশি দামে বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হতে পারে, এমন আশঙ্কায় তাঁরা পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছেন।
অপর দিকে, ভোমরা স্থলবন্দরে গত তিন দিনে এক ট্রাকও পেঁয়াজ ঢোকেনি বলে জানিয়েছেন শুল্ক স্টেশনের সহকারী কমিশনার ইনামুল হক।
অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রোপচার (সিজারিয়ান) করাতে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন স্বামী মাওলানা বিল্লাল ফকির। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের সঙ্গে থাক্কায় অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়। তবে ভাগ্যক্রমে বেঁচে যান অন্তঃসত্ত্বা গৃহবধূ রোজিনা আক্তার (৩২)। পরে আজ সন্ধ্যায় ঢাকার
১৮ মিনিট আগেবরিশালের হিজলা উপজেলায় শরীফ তফাদার হত্যা মামলার এক আসামিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে ঢাকার শ্যামপুর থেকে বাবুল আকন (২২) নামের ওই আসামিকে আটক করে পুলিশ। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই নুর আমিনের টিম তাঁকে আটক করে।
২০ মিনিট আগেসন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেছেন, ওসমানেরা পালিয়ে গেছে, কিন্তু আবার নতুন দখলদার তৈরি হচ্ছে। শামীম ওসমানের সন্ত্রাসীরা বিএনপির বিভিন্ন পর্যায়ে ঢুকে যাচ্ছে। ওসমান পরিবার ও তাদের ক্যাডারদের দখলে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান এখন নতুন দখলদারদের নিয়ন্ত্রণে যাচ্ছে। নতুন নতুন চাঁদাবাজ,
২৭ মিনিট আগেমেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাবা আব্দুল মোছাউয়ীর আনসারীর (৮৫) দাফন সিলেটে সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ আসর নগরীর শাহী ঈদগাহ ময়দানে জানাজা শেষে মানিকপীরের টিলায় দাফন করা হয়।
৩৪ মিনিট আগে