বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
বেশ ঘটা করে বিয়ে হলো যশোরের বাঘারপাড়ার সদুল্লাহপুর গ্রামের তামান্না খাতুন ও ঝিনাইদহের পূর্বচর্বনী গ্রামের শামীমুর রহমান সৌরভের। তাঁরা দুজনই বাকপ্রতিবন্ধী। গতকাল বৃহস্পতিবার বিকেলে ধুমধাম করে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
জানা যায়, কনে তামান্না খাতুন (২১) জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী। বাবা ভারসাম্যহীন হওয়ায় জন্মের কিছুদিন পর থেকেই মা-সহ মামা এনামুল হোসেনের বাড়িতে থাকেন তিনি। সেই বেড়ে ওঠা। গ্রামের স্কুল থেকে পঞ্চম শ্রেণি পাস করার পর খুলনায় পড়াশোনা করার জন্য পাঠান মামা। সেখানে গোয়ালমারী প্রতিবন্ধী স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করেন তামান্না। এরই মধ্যে ফেসবুকে তামান্নার সঙ্গে পরিচয় হয় ঝিনাইদহের পূর্বচর্বনী গ্রামের শামীমুর রহমান সৌরভের। সৌরভও বাক্প্রতিবন্ধী। ধীরে ধীরে তাঁদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দুই পরিবারের সম্মতিতে মধুর পরিণতি পেল সেই প্রণয়। ধুমধাম করে আয়োজন করা হয় বিয়ে। বিয়ে দেখতে ভিড় করেন এলাকাবাসী।
শামীমুর রহমান সৌরভ জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী। তিনি ঝিনাইদহের পূর্ব চর্বনী গ্রামের রেজাউল করিমের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সৌরভ বড়। কর্মসূত্রে তিনি ঢাকায় থাকেন। কেয়া কোম্পানিতে চাকরি করেন।
কনের মা পারভীন খাতুন বলেন, আমার একটাই মেয়ে। জন্ম থেকেই সে বাকপ্রতিবন্ধী। খুলনায় গোয়ালমারী প্রতিবন্ধী স্কুল থেকে মাধ্যমিক পাস করেছে। ফেসবুকের মাধ্যমে আমার মেয়ের সঙ্গে সৌরভের পরিচয় হয়। সৌরভ তার বাড়িতে আমার মেয়ের ছবি দেখালে সৌরভের বাবা আমার মেয়েকে তাঁর পুত্রবধূ করার প্রস্তাব দেন। ছেলেটাও বাকপ্রতিবন্ধী।
তামান্নার মামা এনামুল হোসেন জানান, তাঁর বোন পারভীন খাতুনকে নড়াইলের কেয়ামত হোসেনের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। ভাগনি তামান্নার জন্মের পর কেয়ামত হোসেন মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর থেকেই বোন ও ভাগনি তাঁর বাড়িতেই থাকে। পাঁচ বছর হলো তামান্নার বাবা মারা গেছেন।
এনামুল হোসেন বলেন, তামান্না আমাদের খুব আদরের। কখনো ভাবিনি যে এমন মিলের একটা মানুষ তার ভাগ্যে থাকবে। তা ছাড়া ছেলেটা শিক্ষিত। তাই তার এই সম্পর্ককে সম্মান জানিয়ে গ্রামের অনেক মানুষকে দাওয়াত করে বিয়েটা ধুমধাম করে দিয়েছি।
বর শামীমুর রহমান সৌরভের বাবা রেজাউল করিম জানান, তাঁর দুই ছেলের মধ্যে শামীমুর রহমান সৌরভ বড়। তিনি জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী। ছেলের সঙ্গে মেয়ের এই দিকটায় মিল হওয়ায় তিনিও খুশি। দুজনেই দুজনের ভাষা সহজেই বুঝতে পারে। তাঁরা এ বিয়েতে অনেক খুশি।
বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা বলেন, এরকম বিয়ে সহজে চোখে পড়ে না। স্বামী-স্ত্রী দুজনেই প্রতিবন্ধী হলেও তাঁদের মিল হলো দুজনই বাকপ্রতিবন্ধী। দোয়া করি তারা যেন সুখে থাকে।
বেশ ঘটা করে বিয়ে হলো যশোরের বাঘারপাড়ার সদুল্লাহপুর গ্রামের তামান্না খাতুন ও ঝিনাইদহের পূর্বচর্বনী গ্রামের শামীমুর রহমান সৌরভের। তাঁরা দুজনই বাকপ্রতিবন্ধী। গতকাল বৃহস্পতিবার বিকেলে ধুমধাম করে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
জানা যায়, কনে তামান্না খাতুন (২১) জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী। বাবা ভারসাম্যহীন হওয়ায় জন্মের কিছুদিন পর থেকেই মা-সহ মামা এনামুল হোসেনের বাড়িতে থাকেন তিনি। সেই বেড়ে ওঠা। গ্রামের স্কুল থেকে পঞ্চম শ্রেণি পাস করার পর খুলনায় পড়াশোনা করার জন্য পাঠান মামা। সেখানে গোয়ালমারী প্রতিবন্ধী স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করেন তামান্না। এরই মধ্যে ফেসবুকে তামান্নার সঙ্গে পরিচয় হয় ঝিনাইদহের পূর্বচর্বনী গ্রামের শামীমুর রহমান সৌরভের। সৌরভও বাক্প্রতিবন্ধী। ধীরে ধীরে তাঁদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দুই পরিবারের সম্মতিতে মধুর পরিণতি পেল সেই প্রণয়। ধুমধাম করে আয়োজন করা হয় বিয়ে। বিয়ে দেখতে ভিড় করেন এলাকাবাসী।
শামীমুর রহমান সৌরভ জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী। তিনি ঝিনাইদহের পূর্ব চর্বনী গ্রামের রেজাউল করিমের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সৌরভ বড়। কর্মসূত্রে তিনি ঢাকায় থাকেন। কেয়া কোম্পানিতে চাকরি করেন।
কনের মা পারভীন খাতুন বলেন, আমার একটাই মেয়ে। জন্ম থেকেই সে বাকপ্রতিবন্ধী। খুলনায় গোয়ালমারী প্রতিবন্ধী স্কুল থেকে মাধ্যমিক পাস করেছে। ফেসবুকের মাধ্যমে আমার মেয়ের সঙ্গে সৌরভের পরিচয় হয়। সৌরভ তার বাড়িতে আমার মেয়ের ছবি দেখালে সৌরভের বাবা আমার মেয়েকে তাঁর পুত্রবধূ করার প্রস্তাব দেন। ছেলেটাও বাকপ্রতিবন্ধী।
তামান্নার মামা এনামুল হোসেন জানান, তাঁর বোন পারভীন খাতুনকে নড়াইলের কেয়ামত হোসেনের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। ভাগনি তামান্নার জন্মের পর কেয়ামত হোসেন মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর থেকেই বোন ও ভাগনি তাঁর বাড়িতেই থাকে। পাঁচ বছর হলো তামান্নার বাবা মারা গেছেন।
এনামুল হোসেন বলেন, তামান্না আমাদের খুব আদরের। কখনো ভাবিনি যে এমন মিলের একটা মানুষ তার ভাগ্যে থাকবে। তা ছাড়া ছেলেটা শিক্ষিত। তাই তার এই সম্পর্ককে সম্মান জানিয়ে গ্রামের অনেক মানুষকে দাওয়াত করে বিয়েটা ধুমধাম করে দিয়েছি।
বর শামীমুর রহমান সৌরভের বাবা রেজাউল করিম জানান, তাঁর দুই ছেলের মধ্যে শামীমুর রহমান সৌরভ বড়। তিনি জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী। ছেলের সঙ্গে মেয়ের এই দিকটায় মিল হওয়ায় তিনিও খুশি। দুজনেই দুজনের ভাষা সহজেই বুঝতে পারে। তাঁরা এ বিয়েতে অনেক খুশি।
বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা বলেন, এরকম বিয়ে সহজে চোখে পড়ে না। স্বামী-স্ত্রী দুজনেই প্রতিবন্ধী হলেও তাঁদের মিল হলো দুজনই বাকপ্রতিবন্ধী। দোয়া করি তারা যেন সুখে থাকে।
রিয়েল এস্টেট কোম্পানির নামে জমি ও ফ্ল্যাটে বিনিয়োগে মুনাফা দেওয়ার কথা বলে, কখনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। এ জন্য রাজধানী ঢাকা, সাভার, ময়মনসিংহ ও রংপুরে খোলা হয়েছিল কার্যালয়। বিনিয়োগকারীদের অভিযোগ, এখন তাদের আর পাওয়া যাচ্ছে না। চক্রটি হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা
৫ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে সরকারি অর্থ বরাদ্দের টাকায় মুক্তেশ্বরী নদী খুঁড়ে বালু তুলে মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্নার তত্ত্বাবধানেই চলছে এ কাজ। তবে অভিযোগ অস্বীকার করে ইউএনও বলেছেন, নদী থেকে নয়, বালু কিনে এনে মাঠ ভরাট করা
৫ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। বিভিন্ন আকার ও ডিজাইনের নৌকা সাজানো সেখানে। এটি আসলে নৌকার হাট। নির্দিষ্ট জায়গা ছাড়িয়ে হাটসংলগ্ন ডি এন পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠেও বেচাকেনা হচ্ছে।
৫ ঘণ্টা আগে‘ওর বাবার চোখের সামনেই বিমানটা ভাইঙ্গা পড়ছে। নিচতলায় তখন শুধু আগুন। দোতলায় ধোঁয়া। দরজা বন্ধ। আর্মির সাথে মিল্লা দোতলার পিছনের গ্রিল ভাইঙ্গা উনি মেয়েটারে বাইর করছেন।’ বলছিলেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী সামিয়া আহমেদের মা শিউলি আক্তার।
৫ ঘণ্টা আগে