Ajker Patrika

ব্যবসায়ীর বিকাশে খোয়া যাওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
ব্যবসায়ীর বিকাশে খোয়া যাওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ

বিকাশ এজেন্ট ব্যবসায়ীর বিকাশে খোয়া যাওয়া ১৪ হাজার টাকা উদ্ধার করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। গত বৃহস্পতিবার বিকাশ ব্যবসায়ী মুকুল হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে তাঁর উদ্ধার হওয়া টাকাগুলো তুলে দেওয়া হয়। 

জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার পাঁচকমলাপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে মুকুল হোসেন গত ১২ এপ্রিল চুয়াডাঙ্গা জেলা পুলিশে অভিযোগ দেন। তার বিকাশ থেকে টাকা পাঠানোর সময় ১৪ হাজার টাকা ভুলক্রমে অন্য বিকাশ নম্বরে চলে যায়। ওই নম্বরে যোগাযোগ করলেও বিভিন্ন ধরনের টালবাহানা শেষে মোবাইল নম্বরটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের বিকাশ ব্যবসায়ীর টাকাগুলো উদ্ধারের জন্য জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল টিমকে নির্দেশ দেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল টিমের আন্তরিক চেষ্টা ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে টাকাগুলো উদ্ধার করা সম্ভব করা হয়। পরে, আনুষ্ঠানিকভাবে মুকুলের হাতে টাকাগুলো তুলে দেওয়া হয়। 

এ সময় মুকুল হোসেন হারানো টাকা পুলিশের আন্তরিকতা ও সহযোগিতায় দ্রুত ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং পুলিশ সুপারসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, পুলিশ পরিদর্শক জামিল হোসেন, উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শিহাব উদ্দিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রজিবুল হক, সহকারী উপপরিদর্শক (এএসআই) রমেন কুমার সরকার, কনস্টেবল মো. মিঠুন হোসেন প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত