পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আবহাওয়া অনুকূলে থাকায় সাতক্ষীরার পাটকেলঘাটায় বোরো চাষে বাম্পার ফলনের আশায় কৃষকেরা জমি চাষ শুরু করেছেন। অতি বৃষ্টিতে আমনের ফলন ভালো না হওয়ায় লোকসান পুষিয়ে নিতে আগেভাগেই চাষ শুরু করেছেন তাঁরা। এ বছর এলাকার অধিকাংশ কৃষক ব্রি-২৮ জাতের ধান চাষের জন্য বীজতলা তৈরি করেছেন বলে জানা গেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৯ হাজার হেক্টরের বেশি জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ধানের দাম বেশি হওয়ায় কৃষকেরা উঁচু জমিতে আগেভাগে চাষ শুরু করেছেন।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সব এলাকায় আমন ধান কাটা শেষের পথে। নিচু জমিতে বীজতলা তৈরি করে বোরো চাষের জন্য চারা তৈরি করছেন অনেক কৃষক। আগাম চারা তৈরি করে জমি চাষ শুরু করেছেন তাঁরা। যেসব কৃষক মৎস্যঘেরে মাছ ধরার পর ধান রোপণ করবেন, তাঁরা দেরিতে বীজতলা তৈরির কাজ করছেন।
এ বিষয়ে আমতলাডাঙ্গা গ্রামের কৃষক শফিদুল ইসলাম বলেন, ‘গত বছর ভালো ফলন হওয়ায় এ বছরও ব্রি-২৮ জাতের ধান রোপণ করছি। তা ছাড়া শ্রমিকদের মজুরি কম ও চারা রোপণের সময় উপযুক্ত হওয়ায় আগাম চাষাবাদ শুরু করেছি।’
শফিদুল ইসলাম আরও বলেন, ‘নিজেদের জমি ও নিজস্ব ব্লক থাকায় আগাম চাষ শুরু করেছি। এতে ধানও আগে কাটা পড়বে এবং দামও বেশি পাওয়া যাবে।’ এ বছর এলাকার কৃষকেরা ব্রি ধান-৮১, ৮৮, ৬৩ ও হাইব্রিড শক্তি-২ এবং তেজ গোল্ড ব্র্যাক-১৭ জাতের ধানের বীজতলা তৈরি করছেন।
কৃষক আজিবার রহমান বলেন, ‘আমার নিজের জমি নেই, তাই বর্গাচাষ করি। এরই মধ্যে চারা তৈরি হয়ে গেছে এবং জমি চাষ শুরু করেছি। এক সপ্তাহ পরে চারা রোপণ শুরু করব। তবে ডিজেলের দাম বেশি হওয়ায় বিঘাপ্রতি ৬ থেকে ৭ হাজার টাকার ওপরে উৎপাদন খরচ হবে।’
স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা কল্যাণ পাল বলেন, ‘আমার ব্লকে কৃষকদের সুষম মাত্রায় সার ব্যবহার, জৈব-অজৈব-গুটি ইউরিয়া সার প্রয়োগ, পোকামাকড় দমনসহ কৃষকদের নানাবিধ পরামর্শ প্রদান করা হয়ে থাকে।’
এ ব্যাপারে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম বলেন, তালা উপজেলার শতকরা ৮০ জন কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত। তা ছাড়া ধানের দাম বেশি হওয়ায় কৃষকেরা তাঁদের সব জমি চাষাবাদ করছেন। কৃষকেরা এবার আমন ধানের ক্ষতি পুষিয়ে নিতে আগাম চাষাবাদ শুরু করেছেন।
আবহাওয়া অনুকূলে থাকায় সাতক্ষীরার পাটকেলঘাটায় বোরো চাষে বাম্পার ফলনের আশায় কৃষকেরা জমি চাষ শুরু করেছেন। অতি বৃষ্টিতে আমনের ফলন ভালো না হওয়ায় লোকসান পুষিয়ে নিতে আগেভাগেই চাষ শুরু করেছেন তাঁরা। এ বছর এলাকার অধিকাংশ কৃষক ব্রি-২৮ জাতের ধান চাষের জন্য বীজতলা তৈরি করেছেন বলে জানা গেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৯ হাজার হেক্টরের বেশি জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ধানের দাম বেশি হওয়ায় কৃষকেরা উঁচু জমিতে আগেভাগে চাষ শুরু করেছেন।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সব এলাকায় আমন ধান কাটা শেষের পথে। নিচু জমিতে বীজতলা তৈরি করে বোরো চাষের জন্য চারা তৈরি করছেন অনেক কৃষক। আগাম চারা তৈরি করে জমি চাষ শুরু করেছেন তাঁরা। যেসব কৃষক মৎস্যঘেরে মাছ ধরার পর ধান রোপণ করবেন, তাঁরা দেরিতে বীজতলা তৈরির কাজ করছেন।
এ বিষয়ে আমতলাডাঙ্গা গ্রামের কৃষক শফিদুল ইসলাম বলেন, ‘গত বছর ভালো ফলন হওয়ায় এ বছরও ব্রি-২৮ জাতের ধান রোপণ করছি। তা ছাড়া শ্রমিকদের মজুরি কম ও চারা রোপণের সময় উপযুক্ত হওয়ায় আগাম চাষাবাদ শুরু করেছি।’
শফিদুল ইসলাম আরও বলেন, ‘নিজেদের জমি ও নিজস্ব ব্লক থাকায় আগাম চাষ শুরু করেছি। এতে ধানও আগে কাটা পড়বে এবং দামও বেশি পাওয়া যাবে।’ এ বছর এলাকার কৃষকেরা ব্রি ধান-৮১, ৮৮, ৬৩ ও হাইব্রিড শক্তি-২ এবং তেজ গোল্ড ব্র্যাক-১৭ জাতের ধানের বীজতলা তৈরি করছেন।
কৃষক আজিবার রহমান বলেন, ‘আমার নিজের জমি নেই, তাই বর্গাচাষ করি। এরই মধ্যে চারা তৈরি হয়ে গেছে এবং জমি চাষ শুরু করেছি। এক সপ্তাহ পরে চারা রোপণ শুরু করব। তবে ডিজেলের দাম বেশি হওয়ায় বিঘাপ্রতি ৬ থেকে ৭ হাজার টাকার ওপরে উৎপাদন খরচ হবে।’
স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা কল্যাণ পাল বলেন, ‘আমার ব্লকে কৃষকদের সুষম মাত্রায় সার ব্যবহার, জৈব-অজৈব-গুটি ইউরিয়া সার প্রয়োগ, পোকামাকড় দমনসহ কৃষকদের নানাবিধ পরামর্শ প্রদান করা হয়ে থাকে।’
এ ব্যাপারে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম বলেন, তালা উপজেলার শতকরা ৮০ জন কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত। তা ছাড়া ধানের দাম বেশি হওয়ায় কৃষকেরা তাঁদের সব জমি চাষাবাদ করছেন। কৃষকেরা এবার আমন ধানের ক্ষতি পুষিয়ে নিতে আগাম চাষাবাদ শুরু করেছেন।
সুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন।
১০ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে এক কারখানার দুই শ্রমিককে অস্ত্রের মুখে তুলে নিয়ে মুক্তপণ দাবি করে অপহরণকারীরা। অপহরণকারীদের মুক্তিপণ দাবির ফোন পেয়েই এক মা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। অপহরণকারীরা দুজনকে তুলে নিয়ে বেদম মারধর করে বাড়িতে মুক্তিপণ দাবি করে ফোন দেয়। সন্তান অপহরণের শিকার এমন খবর পেয়ে এক নারী (মা) মারা গেল
২৮ মিনিট আগেবিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো ‘হিজাব র্যালি’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ক্যাম্পাসের ভিসি চত্বর থেকে র্যালিটি শুরু হয়। টিএসসি হয়ে রাসেল টাওয়ার ঘুরে আবারও রাজু ভাস্কর্যে গিয়ে এটি শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
১ ঘণ্টা আগেঅবৈধপথে ইতালি যাওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে গিয়ে ফরিদপুরের দুই যুবককে হত্যার ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পরিবারের অভিযোগ, ইতালি যাওয়ার জন্য প্রত্যেক পরিবার দালাল চক্রকে ১৬ লাখ টাকা দেয়। কিন্তু সেই টাকা লিবিয়ার মাফিয়াদের দেওয়া হয়নি বলে তাঁরা ক্ষিপ্ত হয়ে হত্যা করে। হত্যার বিষয়টি ধামাচাপা দিতে বা
১ ঘণ্টা আগে