Ajker Patrika

দৌলতপুরে কাশবন থেকে শটগান উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়ার) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৮: ৪০
কাশবন থেকে উদ্ধার হওয়া শটগান। ছবি: আজকের পত্রিকা
কাশবন থেকে উদ্ধার হওয়া শটগান। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার দৌলতপুরে কাশবন থেকে একটি বিদেশি ১২ বোর সচল শটগান উদ্ধার করেছে র‍্যাব। ধারণা করা হচ্ছে ঢাকা ডিএমপির যাত্রাবাড়ী থানা থেকে লুট হয় অস্ত্র এটি।

গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের কল্যানপুর এলাকার রাস্তার পাশে থাকা কাশ বন থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

সোমবার রাত ১টার দিকে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার খন্দকার গোলাম মোর্তুজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অস্ত্রটি গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে দুষ্কৃতকারী কর্তৃক ঢাকা ডিএমপির যাত্রাবাড়ী থানা থেকে লুট হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে উদ্ধার হওয়া অস্ত্রটির বিষয়ে অনুসন্ধান করে পরবর্তী ব্যবস্থা জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বলেন, র‍্যাবের উদ্ধার করা অস্ত্রটি থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র। আমরা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত