নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৯ নিহত হয়েছে। আরও শতাধিক আহত ও দগ্ধকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের অনেকের জীবন শঙ্কায় রয়েছে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সাংবাদিকদের জানান, বিমানবাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় বলা হয়, ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (এফ-৭ বিজিআই) বিধ্বস্ত হয়ে অন্তত ১৬ জন নিহত হয়েছে, যাদের বেশির ভাগই শিক্ষার্থী।
এই দুর্ঘটনায় আরও ১০০ জনের বেশি আহত হয়েছে। তাদের মধ্যে অন্তত ৮৩ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
হতাহত ব্যক্তিদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ ও মনসুর আলী মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।
আজ দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর এফ‑৭ বিজেআই বিমান উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন কলেজের মাঠে বিধ্বস্ত হয়। বিমানটি বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে, তবে কিছুক্ষণ পরই দ্রুত বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এসব তথ্য নিশ্চিত করেছে।
আরও খবর পড়ুন:
রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৯ নিহত হয়েছে। আরও শতাধিক আহত ও দগ্ধকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের অনেকের জীবন শঙ্কায় রয়েছে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সাংবাদিকদের জানান, বিমানবাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় বলা হয়, ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (এফ-৭ বিজিআই) বিধ্বস্ত হয়ে অন্তত ১৬ জন নিহত হয়েছে, যাদের বেশির ভাগই শিক্ষার্থী।
এই দুর্ঘটনায় আরও ১০০ জনের বেশি আহত হয়েছে। তাদের মধ্যে অন্তত ৮৩ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
হতাহত ব্যক্তিদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ ও মনসুর আলী মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।
আজ দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর এফ‑৭ বিজেআই বিমান উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন কলেজের মাঠে বিধ্বস্ত হয়। বিমানটি বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে, তবে কিছুক্ষণ পরই দ্রুত বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এসব তথ্য নিশ্চিত করেছে।
আরও খবর পড়ুন:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অপহরণের চার দিন পর ছৈয়দ নূর নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার ঘুমধুমের আজুখাইয়া গ্রামের ঢলুবনিয়া পাহাড়ি এলাকা থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
১২ মিনিট আগেস্কুল ছুটির ঘণ্টা বাজার কিছুক্ষণ আগেই মেয়েকে নিতে এসেছিলেন লামিয়া ইসলাম সোনিয়া। প্রতিদিনের মতো মেয়ের জন্য অপেক্ষা করছিলেন তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ভবনের সামনে। কিন্তু আজকের দিনটি আর আগের দিনের মতো থাকল না।
১২ মিনিট আগেবরিশালের কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ সাগর হাওলাদার (৩৮) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা ৩টার দিকে নদীর দপদপিয়া খেয়াঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
১৭ মিনিট আগেক্লাস শেষে স্কুল ছুটির ঘণ্টা বেজেছিল। শ্রেণিকক্ষ থেকে বের হওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল ছাত্রছাত্রীরা। ঠিক সেই সময় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি ভবনের ওপর আছড়ে পড়ে। মুহূর্তে চারপাশ ঢেকে যায় আগুন ও ধোঁয়ায়।
২০ মিনিট আগে