Ajker Patrika

পাইকগাছায় আমগাছে ঝুলছিল বৃদ্ধের মরদেহ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৪: ০০
Thumbnail image

খুলনার পাইকগাছায় আমগাছে গলায় রশি প্যাঁচানো শেখ আনিছুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। 

স্থানীয়রা জানান, আনিছুর রহমানের দুই ছেলে। বড় ছেলে ওমানপ্রবাসী এবং ছোট ছেলে ঢাকায় সপরিবারে থাকেন। বড় ছেলের বউ শিরিন আক্তার শ্বশুরের সঙ্গে বাড়িতেই থাকেন। শ্বশুরের সঙ্গে শিরিনের ভালো সম্পর্ক ছিল না। 

আনিছুর রহমানের বড় ছেলের বউ শিরিন আক্তার বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শ্বশুর বাড়ির ভেতরে আমগাছে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছে। পরে পুলিশকে জানানো হয়। 

পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) ব্রজকিশোর রায় জানান, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, এটি আত্মহত্যা না হত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত